মোঃ জুয়েল হোসাইন :
সোমবার ১৯(সেপ্টম্বর)বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ হাবিবুল গনি মহোদয়ের জেলা ও দায়রা জজ আদালত ও তার অধিনস্ত আদালতসমূহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও তার অধিনস্ত আদালতসমূহ পরিদর্শন উপলক্ষ্যে ১৯ সেপ্টেম্বর রোজ সোমবার বান্দরবানে আগমন করেন। পরবর্তিতে জেলা ও দায়রা জজ জনাব মোঃ ফজলে এলাহী ভূইয়া মহোদয়ের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিচারকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি জনাব মোঃ হাবিবুল গনি মহোদয়। মতবিনিময় সভায় বিচারক হিসেবে বিচারপতি মহোদয়ের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বিচারপ্রক্রিয়া নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন ও পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাক্ষী আনয়নে পুলিশ বিভাগ সহ সংশ্লিষ্ট সকলের ভুমিকা ও করনীয় সম্পর্কে এবং বিচার প্রার্থীদের দ্রুতবিচার নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাননীয় বিচারক (জেলা জজ) জনাব মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ জজ ও ম্যাজিস্ট্রেটবৃন্দ।