• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির ঘটনায় নিন্দার ঝড়

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জেল নামের এক যুবককে পিটিয়ে মারা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শামীমও গণপিটুনিতে আহত হয়ে মারা গেছেন। নিন্দার ঝড় উঠেছে ঘটনায়। সর্বস্তরের মানুষের পাশাপাশি ‘অমানবিক’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ এ ঘটনায় নিন্দা জানিয়েছেন শিল্পীরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে ঘটনার বিচার দাবি করেন তারা।

বিশ্ববিদ্যালয়ে ভেতরে ঘটে যাওয়া ন্যক্কারজনক এ ঘটনায় ঘৃণা প্রকাশ করে নতুন প্রজন্মের অভিনেতা শামীম হাসান সরকার ফেসবুকে লেখেন, ‘কারও কোনো ক্ষতি না করেও রাতে ঘুম আসে না। চিন্তা হয় কত কিছু নিয়ে, নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, ভবিষ্যত নিয়ে, দেশকে নিয়ে! আপনারা খুন করে রাতে ঘুমান কীভাবে? ভাত খান কীভাবে? কষ্ট হয় না?’

এ অভিনেতা আরও লেখেন, ‘মানসিক ভারসাম্যটা তোফাজ্জলেরই ছিল, আপনাদের ছিল না? ভিডিওগুলো যতবার সামনে আসছে, বুকটা ফাঁকাই লাগছে। কীভাবে সম্ভব? তবে বিচার হতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালের ছাত্র-ছাত্রীদের দায়িত্ব এ খুনীদের বিচার করা। শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে হলেও করতেই হবে।’

নির্মাতা আশফাক নিপুন লেখেন, ‘আমি শুধু তাদের মায়েদের কথা ভাবি। এই যে গতকাল তোফাজ্জল নামের মানসিকভাবে অপ্রকৃতস্থ এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র পিটিয়ে মেরে ফেলল, আমি ভাবি তোফাজ্জলের মা সেটা দেখতে পেলে কি করতেন? জানলাম উনি মারা গেছেন আগেই। কিন্তু এমনও তো হতে পারে তোফাজ্জলের কাছ থেকে ৩ ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন উনি, ছেলেকে বাঁচাতে পারছিলেন না দেখে চূড়ান্ত অসহায় বোধ করছিলেন? হয়তো ছেলেকে ভাত খেতে দেখে আশান্বিত হচ্ছিলেন যে ছেলের কিছু হবে না আর, এই যাত্রা বেঁচে যাবে? হয়তো এরপরও নির্যাতনের মাত্রা দেখে আল্লাহর কাছেই ফরিয়াদ করছিলেন ছেলেটার যেন মৃত্যু হয়, ছেলেটা যেন আর কষ্টের ভেতর দিয়ে না যায়?’

অভিনেত্রী সুষমা সরকার লেখেন, ‘হায় মানবিকতা।’ গায়ক পারভেজ লেখেন, ‘যে যায় লঙ্কায়, সে হয় রাবণ? দিনশেষে অত্যাচারী আর অত্যাচারিত এই দুই দলেই বিভক্ত থেকে গেলাম আমরা?’

গায়ক এফএ সুমন লেখেন, ‘হায় রে! ঢাকা বিশ্ববিদ্যালয়। যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহ এই হত্যাকাণ্ডের বিচার করো। বর্তমান সরকারের প্রতি সঠিক তদন্ত করে এর দ্রুত বিচারের আহবান জানাচ্ছি। তোফাজ্জল ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/