• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

মামলা নিষ্পত্তির জন্য বিচারকদের ভূয়সী প্রশংসা প্রধান বিচারপতির

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
মামলা নিষ্পত্তির জন্য বিচারকদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ। তিনি বলেছেন, বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ৪৭ বিচারক শতভাগ মামলা নিষ্পত্তি করেছেন। এ থেকে বোঝা যায়, নতুন বাংলাদেশে আমরা হাঁটছি সেখানে বিচার বিভাগ শত বাধা সত্ত্বেও আস্থা ও নিষ্ঠার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন। বিচারকরা জনগণের আস্থার সংকট দূর করার ক্ষেত্রে বদ্ধ পরিকর। আদালতের প্রতি আইনজীবীদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে। গত সোমবার রাতে বরিশাল জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় বরিশাল আইনজীবী সমিতি সোচ্চার। ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচারের জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আইন পেশায় সফল হওয়ার ক্ষেত্রে সংক্ষিপ্ত কোনো পথ নেই। আইন পেশায় সাফল্যের শিখরে পৌঁছাতে একাগ্রতা, ধৈর্য, নিষ্ঠা ও সততার প্রয়োজন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একজন আইনজীবীর পড়লেখার শেষ নেই। আইনের সর্বশেষ সংশোধন সম্পর্কে আইনজীবীদের আপডেট রাখারও আহ্বান জানান। তিনি বলেন, বার ও বেঞ্চ একত্রে বিচার বিভাগ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে অপরের পরিপূরক, প্রতিপক্ষ নয়। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম কবির বাদলের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/