• রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
  • ই-পেপার

মোবাইল টাওয়ার স্থাপনের নামে কোটি টাকা আত্মসাৎকারী গ্রেপ্তার

Reporter Name / ১৪৪ Time View
Update : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
মোবাইল টাওয়ার স্থাপনের নামে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর পল্লবী থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম আমিনুল ইসলাম ওরফে আমিন ওরফে আমিনুর, ছদ্মনাম জাহাঙ্গীর আলম ওরফে বাদল (৪২)। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের চুক্তিপত্রের কপি। আজ শনিবার রাজধানীর ৬০ ফিট পিবিআই উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এর আগেও প্রতারণার অভিযোগ পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন আমিন। জামিনে বেরিয়ে এসে আবারও প্রতারণা শুরু করেন তিনি। তাদের গ্রুপে কত জন সদস্য রয়েছে এমন প্রশ্নের জবাবে জানানো হয়, যখনই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে তাদের কোনো সমস্যা হয়, তাদের গ্রুপের সঙ্গে অন্যান্য লোকজন সম্পৃক্ত হয়। গ্রুপ পরিবর্তন করে। এখন পর্যন্ত কতজন ভিকটিম হয়েছে এ বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামি দুই দিনের রিমান্ডে রয়েছে। এই চক্রটি নিজেদের নাম পরিচয় গোপন রেখে এধরনের অপতৎপরতা চালিয়ে আসছিল। প্রতারণার কৌশল সম্পর্কে জানাতে গিয়ে পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, বিভিন্ন নির্মাণাধীন বাড়ির মালিকদের তারা প্রথমত টার্গেট করে। বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে জানায় তাদের বিল্ডিংয়ের ছাদে মোবাইল টাওয়ার নির্মাণ করা হবে। প্রথম ধাপে ১৫ থেকে ২০ লাখ টাকা দেওয়া হবে এবং মাসে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। এই প্রলোভনে ফেলে পরবর্তীতে প্রতারক চক্রটি ভিকটিমদের তাদের অফিসে ডেকে নিয়ে আসে। অফিসে ডেকে আনার পর পরবর্তীতে আরও লাভজনক প্রজেক্ট সম্পর্কে জানায়। বিদেশি কোম্পানির সঙ্গে তাদের ব্যবসা রয়েছে, এখানে জমি কিনবে এবং ফ্যাক্টরি করবে বলে জানায়। অন্য জমি যদি দিতে না পারেন তাহলে তাদের নিজস্ব জমি রয়েছে সেখানে ইনভেস্ট করলে ব্যাপক লাভ হবে এ প্রলোভন দেখায়। পিবিআই জানায়, এমনই এক প্রলোভন ফেলে সম্প্রতি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে চক্রটি হাতিয়ে নিয়েছে ১৫ লাখ টাকা। ব্যাংকে রাখা পেনশনের ২৫ লাখ টাকার মধ্যে ১৫ লাখ টাকা প্রলোভনের পরে প্রতারক চক্রের হাতে তুলে দেন তিনি। সেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে এসব বিষয়টি যেন বাইরে কাউকে না জানান এজন্য কোরআন শরিফ হাতে নিয়ে শপথ নেওয়ার জন্য বলে। তিনি অস্বীকৃতি জানালে এ সময় প্রতারক চক্রের চার-পাঁচ জন মিলে একটি পানির গ্লাসে একসঙ্গে হাত চুবিয়ে শপথ করার জন্য বলে। পরবর্তীতে সবাই পানি রাখা গ্লাসে আঙুল ভিজিয়ে শপথ করে যেন এ বিষয়টি কাউকে না জানানো হয়। তবে পরে ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পিবিআই বলছে, এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আমিনুল পল্লবীতে যে বাসায় ভাড়া থাকতেন সেখানে গ্রাম থেকে এক নারীকে গৃহকর্মী হিসেবে এনে পরে তাকে স্ত্রী হিসেবে দেখিয়ে বাসা ভাড়া নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category