• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সব সরকারি কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বিদ্বেষপূর্ণ খালেদা জিয়া-তারেকসহ সব আসামি খালাস পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ চলছে: আইজিপি পদত্যাগ করলেন টিউলিপ প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর নির্বাচনের আগেই গণহত্যার বিচারের আশা আইন উপদেষ্টার বিপুলসংখ্যক গাড়ির ইঞ্জিন ভেজাল জ্বালানি তেলে নষ্ট হলেও পর্যাপ্ত নজরদারি নেই বছরের পর বছর নিলামের অপেক্ষায় কয়েক হাজার পণ্যভর্তি কনটেইনার রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে: খাদ্য উপদেষ্টা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও বাড়তে পারে নীতি সুদহার

যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে অভিযান চালানো হবে: মেয়র আতিক

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
একুশে ফেব্রুয়ারির পর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় যত্রতত্র পোস্টার লাগানো বন্ধ করতে অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ডিএনসিসির সব ওয়ার্ডে পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট জায়গা করে দিচ্ছি। সেখানেই পোস্টার লাগাতে হবে। অন্যথায় ব্যবস্থা নেবো। এরইমধ্যে পরীক্ষামূলকভাবে ১০টি স্থানে পোস্টার লাগানোর জন্য নির্ধারিত করা হয়েছে। ক্রমান্বয়ে সব ওয়ার্ডেই এ ব্যবস্থা করা হবে। আজ সোমবার গুলশান-২ নম্বরে অবস্থিত ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ডিএনসিসি মেয়রের যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আতিকুল ইসলাম বলেন, মেট্রোরেলের পিলার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পিলার, দেওয়াল সবখানে পোস্টার আর পোস্টার। এ পোস্টারের কারণে শহরের দৃশ্য দূষণ হচ্ছে ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। যেখানেই ফাঁকা সেখানেই পোস্টার। শহরের দৃশ্য যারা নষ্ট করছেন তাদের বিরুদ্ধে শিগগির অভিযানে নামবে ডিএনসিসি। তিনি বলেন, যারা প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগান, কোচিং সেন্টারের বিজ্ঞাপন হিসেবে যত্রতত্র পোস্টার লাগিয়ে রেখেছেন ও হাসপাতালের পোস্টার লাগিয়ে রেখেছেন তারা কেউ ছাড় পাবেন না। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। পোস্টার, ব্যানার ও বিজ্ঞাপনের মাধ্যমে শহরের সৌন্দর্য নষ্ট করার লিজ আপনাদের কেউ দেয়নি। যারা কোচিং সেন্টার বিজ্ঞাপনের জন্য যত্রতত্র পোস্টার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছেন তারা শিক্ষার্থীদের কি শেখাবেন? সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category