ডেস্ক রিপোর্ট :
সৌদি আরবে যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে জেল-জরিমানা দিয়ে রায় ঘোষণা করেছে মদিনার একটি ফৌজদারি আদালত। ঐতিহাসিক এ রায়ে সাজার পাশাপাশি জনসমক্ষে অভিযুক্তের নাম প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আদালত। দেশটিতে যৌন হয?রানির মামলায? অপরাধীর নাম প্রকাশ করার এটিই প্রথম কোনো রায?। স্থানীয? গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, শাস্তি পাওয়া ব্যক্তির নাম ইয?াসির আল-আরাভি। এক নারীকে অশ্লীল মন্তব্য করার জেরে তিনি দোষী সাব্যস্ত হন। তাকে আট মাসের জেল ও এক হাজার ৩৩০ ডলার জরিমানা করা হয?। একই সঙ্গে অনুমতি দেওয়া হয় তার নাম ও অপরাধ জনগণের সামনে প্রকাশের। খবরে বলা হয়, গত বছর সৌদি আরবে যৌন হয?রানি বিরোধী আইনটি সংশোধন করা হয়। সেখানে বিধান রাখা হয় অপরাধীর নাম এবং শাস্তির বিষয়টি সংবাদপত্রে প্রকাশ করার। সংশোধিত আইনে বলা হয?েছে, যৌন হয?রানিতে অভিযুক্ত ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে ওই ব্যক্তির নিজ খরচে স্থানীয? সংবাদপত্রে তার নামসহ রায়ের সারাংশ প্রকাশ করা যেতে পারে।
সর্বশেষঃ
যৌন হয়রানি: সৌদিতে ঐতিহাসিক রায় দিল মদিনার ফৌজদারি আদালত
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৪:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- ১৯৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ