নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এদের গ্রেপ্তার করে। গত শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী এই অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে এক হাজার ২১ পিস ইয়াবা, ২২৮ গ্রাম হেরোইন, ১২৬ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ১১২ বোতল ফেন্সিডিল ও ৩০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১০২ কেজি গাঁজা (আড়াই মণ) ও ৮০ বোতল ফেনসিডিলসহ মো. মাসুম মিয়া এবং মো. আপেল মিয়া নামে দু’জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর জোনাল টিম। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এর আগে, গত শুক্রবার মাতুয়াইল ফুটওভার ব্রিজের নীচ থেকে এ বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, সংবাদে জানা যায়- যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় কতিপয় মাদক বিক্রেতা গাঁজা কেনা-বেচার করার জন্য অবস্থান করছেন। পরে সেখানে অভিযানে চালিয়ে মাতুয়াইল ফুটওভার ব্রিজের নীচে পরিবহনের জন্য অপেক্ষারত মাসুম মিয়া ও আপেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০২ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ পাঁচ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেপ্তাররা হলেন- মো. নুরুল আফসার, মো. আসাদ, মো. ইসমাইল হোসেন, মো. বাদশাহ মিয়া ও মো. রাসেল মিয়া। গত শুক্রবার রাতে মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) সালাউদ্দিন খান নাদিম জানান, আরামবাগ এলাকায় জেদ্দা এক্সপ্রেস পরিবহন কাউন্টারের সামনে মাদক বিক্রেতারা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মতিঝিলসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতো। তাদের নামে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সহকারী কমিশনার।
এছাড়া রাজধানীর উত্তরা এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। গ্রেপ্তাররা হলেন- মো. মিঠুন আলী (৩০), মো. পলাশ (৩০) ও মো. ঈদুল হোসেন (৩৬)। গত শুক্রবার র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য দেশের বিভিন্ন জেলাতে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষঃ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- ২৮৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ