• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন
  • ই-পেপার
সর্বশেষ
বিপুলসংখ্যক গাড়ির ইঞ্জিন ভেজাল জ্বালানি তেলে নষ্ট হলেও পর্যাপ্ত নজরদারি নেই বছরের পর বছর নিলামের অপেক্ষায় কয়েক হাজার পণ্যভর্তি কনটেইনার রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে: খাদ্য উপদেষ্টা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও বাড়তে পারে নীতি সুদহার বেনজীর ও তার মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ কারাবন্দিদের হাতে তৈরি তিন শতাধিক পণ্য বিক্রি হচ্ছে বাণিজ্য মেলায় অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস

রাজবাড়ীতে যুবদল নেতা হত্যায় ২ জনের মৃত্যুদন্ড, ৫ জনের যাবজ্জীবন

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলু হত্যা মামলায় দুজনের মৃত্যুদ- ও পাঁচজনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলা থেকে চারজনকে খালাস দেওয়া হয়। আজ সোমবার বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- মীর এনাম আলী বাচ্চু ও সানোয়ার হোসেন জকি। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- ইয়াকুব, রশিদ, শাহীন, ফরহাদ হোসেন বাপ্পী ও রানা। এ ছাড়া এ হত্যা মামলায় খায়রুল, উজ্জল, আরিফ ও কুলি খালাস পেয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবলুর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা করেন। ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করের আদালত। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ রায়ে আগামী দিনে আসামিদের অপরাধ করা থেকে বিরত রাখবে। এদিকে আসামি পক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন হায়দার বলেন, রায়ের সময় ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category