• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
‘মুজিবনগর দিবস’ বাঙালির পরাধীনতার শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী শ্রম আইনের মামলায় ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্ব থাকবে জনস্বাস্থ্যেও: পরিবেশ মন্ত্রী অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিকল্পভাবে পণ্য আমদানির চেষ্টা করছি: বাণিজ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব অর্জন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: রাষ্ট্রপতি শান্তি আলোচনায় কেএনএফকে বিশ্বাস করেছিলাম, তারা ষড়যন্ত্র করেছে: সেনাপ্রধান বন কর্মকর্তার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়: পরিবেশমন্ত্রী পুরান ঢাকার রাসায়নিক গুদাম: ১৪ বছর ধরে সরানোর অপেক্ষা ভাসানটেক বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হবে : মেয়র আতিক

রাজশাহীর পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Reporter Name / ৪৩৩ Time View
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

ইউসুফ আলী চৌধুরী, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার(১৫ সেপ্টেম্বর)সকালে প্রধান অতিথি থেকে পবা উপজেলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পবার আয়োজনে এ সার ও বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মরিয়ম আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুতমাইন জাওয়াদ। খরিপ ২০২১-২০২২ মৌসুমে পেঁয়াজ, নাবী পাট ও মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়। এদিন উপজেলার ১৫০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ, ৩০ জন কৃষকের মাঝে পাট বীজ ও ৩৫০ জনের মাঝে মাসকলাই বীজ বিতরণ করা হয়। প্রত্যেক পেঁয়াজ চাষি পাচ্ছেন ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপিসহ বীজতলা তৈরীর জন্য পলিথিন, কীটনাশক ও সুতলী। এছাড়াও প্রশিক্ষণের পাশাপাশি মোবাইলে নগদ সহায়তা পাবেন দুই হাজার আটশো’ টাকা। প্রত্যেক পাট চাষি পাচ্ছেন আধা কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ইউরিয়া সার। প্রত্যেক মাসকলাই চাষি পাচ্ছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি। এছাড়াও জমি প্রস্তুত ও সেচ বাবদ পাচ্ছেন আটশো’ টাকা এবং অন্যান্য খরচের জন্য ২৬৩০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category