• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
  • ই-পেপার

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ-গণমাধ্যমকর্মী কাঁধ মিলিয়ে কাজ করতে চাই: পুলিশ সুপার

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি : / ৮৯ Time View
Update : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গণমাধ্যমকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ।

মাঠ পর্যায়ে পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের আশা ব্যক্ত করেন তিনি। ১৬ নভেম্বর বৃহষ্পতিবার বালাঘাটাস্থ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।পুলিশ সুপার আরো বলেন, বান্দরবানের গণমাধ্যমকর্মীরা যথেষ্ট বন্ধুভাবাপন্ন। এলাকার যে কোনো পরিস্থিতিতে তাদের সহযোগিতা পাওয়া যায়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহ আলম, সহকারি পুলিশ সুপার (রুমা সার্কেল) মোঃ জুনায়েদ জাহেদী, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ছালাহ উদ্দিন, সহকারি পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি মিলন চক্রবর্তী, খোলা চোখ ডটকম এর সম্পাদক ফরিদুল আলম সুমনসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী দায়িত্ব পালনকালে পুলিশের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা আশা করি।

পাশাপাশি আমরা গণমাধ্যমকর্মীরাও আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।সভায় বান্দরবান জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category