নিজস্ব প্রতিবেদক :
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আমাদের শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরঞ্জামাদির মানোন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণকে আরও আধুনিকায়ন ও অর্থবহ করা হয়েছে। ফলে আমাদের শান্তিরক্ষীরা এখন যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত।’ আজ রোববার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২২ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান এ কথা বলেন। তিনি বলেন, ‘সমসাময়িক সময়ে বিশ্বব্যাপী সংঘাতের ধরন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ফলে শান্তিরক্ষা কার্যক্রমে চ্যালেঞ্জও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সংঘাতময় দেশের সশস্ত্র মিলিশিয়া দল, ধর্মীয় উগ্রবাদী সংগঠন, সংঘটিত অপরাধ ইত্যাদি কর্মকা- শান্তিরক্ষা কার্যক্রমকে অনেক জটিল ও বহুমাত্রিক করে তুলেছে।’ সেনাবাহিনীর প্রধান তার বক্তব্যে বলেন, ‘আমাদের শান্তিরক্ষীরা নিরলসভাবে কাজ করে চলেছে। ম্যালেরিয়া, ইবোলা, ইয়েলো ফিভার, করোনার মতো প্রাণঘাতী রোগের ভেতরেও তারা তাদের দায়িত্বে অবহেলা করেনি। এছাড়াও দুর্গম অরণ্য এবং দুঃসহ পরিস্থিতির মধ্যে শান্তিরক্ষীরা নিজস্ব দক্ষতা ও যোগ্যতার প্রমাণ রেখে জীবনের ঝুঁকি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে।’ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ এবং কার্যকরী উদ্যোগের কথা তুলে ধরে সেনাবাহিনীর প্রধান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের সাংবিধানিক শক্তি ও সরকার ইতিবাচক পৃষ্ঠপোষকতায় শান্তিরক্ষীদের সাফল্য ও অনুপ্রেরণার মূল উৎস।’
সর্বশেষঃ
শান্তিরক্ষীরা যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত: সেনাপ্রধান
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৭:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- ২৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ