০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | ই-পেপার

শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে সুসংহত করতে হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
ঐতিহাসিক মুজিবনগর দিবসে অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে আরও সুসংহত করার প্রত্যয় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর সরকারের প্রেক্ষাপট স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। এটা আমাদের মীমাংসিত বিষয়। আমাদের এই ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতোদিন পর বিতর্ক করা সমীচিন নয়। আজ রোববার যারা পালন করে না, ৭ই মার্চ যারা পালন করে না, ৭ই জুন যারা পালন করে না তারা সতিক্যারের মুক্তিযোদ্ধা নয়। তারা হচ্ছে ছদ্মবেশী, বর্ণচোরা মুক্তিযোদ্ধা। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু আজ নেই। মুজিবনগর দিবসে আমাদের শপথ হবে, আমরা অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে আরও সুসংহত করবো, এটাই আজকে আমাদের প্রত্যয়। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর মুজিব নগর দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর দক্ষিণ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ভোরে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে মুজিবনগরে ভোর ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ১৫ মিনিটে গার্ড অব অনার প্রদান অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে দশটায় মুজিবনগরে শেখ হাসিনা মঞ্চে এক জনসভা হয়। জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদশ আওয়ামী লীগর যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সমুদ্রসম্পদ আহরণের জন্য গবেষণার ওপর জোর দিতে হবে:চসিক মেয়র

শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে সুসংহত করতে হবে: সেতুমন্ত্রী

আপডেট সময়ঃ ০৬:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক :
ঐতিহাসিক মুজিবনগর দিবসে অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে আরও সুসংহত করার প্রত্যয় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর সরকারের প্রেক্ষাপট স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। এটা আমাদের মীমাংসিত বিষয়। আমাদের এই ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতোদিন পর বিতর্ক করা সমীচিন নয়। আজ রোববার যারা পালন করে না, ৭ই মার্চ যারা পালন করে না, ৭ই জুন যারা পালন করে না তারা সতিক্যারের মুক্তিযোদ্ধা নয়। তারা হচ্ছে ছদ্মবেশী, বর্ণচোরা মুক্তিযোদ্ধা। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু আজ নেই। মুজিবনগর দিবসে আমাদের শপথ হবে, আমরা অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে আরও সুসংহত করবো, এটাই আজকে আমাদের প্রত্যয়। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর মুজিব নগর দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর দক্ষিণ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ভোরে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে মুজিবনগরে ভোর ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ১৫ মিনিটে গার্ড অব অনার প্রদান অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে দশটায় মুজিবনগরে শেখ হাসিনা মঞ্চে এক জনসভা হয়। জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদশ আওয়ামী লীগর যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।