• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বান্দরবানে ভাতার দাবিতে ইন্টার্ন নার্সদের মানববন্ধন ও কর্মবিরতি আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই: বীর বাহাদুর বান্দরবানে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ২ এপিবিএন কর্তৃক চেষ্টায় হারিয়ে যাওয়া ফোনও টাকা উদ্ধারকৃত ফেরত দিলেন মালিকদেরকে খালেদা জিয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর মতামতই সঠিক : আইনমন্ত্রী ১০ বছরের রাসেলকে হত্যা দেখা খুবই কষ্টকর: তথ্যমন্ত্রী ‘পাহাড়ের চূড়ায় হত্যা, এরপর শরীর থেকে মাংস আলাদা করে ফেলে’ ‘১৪-১৮’র নির্বাচন নিয়ে বিতর্কের চাপে দায়িত্ব বেড়েছে: সিইসি খাবারের মান উন্নত করতে হলের দায়িত্ব নিল শিক্ষার্থীরা বান্দরবানে পর্যটন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় বান্দরবান জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান ৪র্থ বর্ষ পূর্ণ উপলক্ষে সকল জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দগণ সহ কেক কেটে মিলন মেলায়

শেষ ম্যাচে জায়গা পেলেন কামরুল-পারভেজ

Reporter Name / ২৯৫ Time View
Update : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক :

তামিম ইকবাল, লিটন দাস ও সৌম্য সরকারের অনপুস্থিতিতে টি-টোয়েন্টি দলের জন্য অনায়াসে প্রথম নামটি হতে পারত পারভেজ হোসেন ইমন। বিস্ময়করভাবে তাকে উপেক্ষা করে পাকিস্তান সিরিজের দলে সাইফ হাসানকে নেয় বাংলাদেশ। ডানহাতি এই ওপেনারের ব্যর্থতার পর তৃতীয় ম্যাচের দলে ডাক পেয়েছেন বাঁহাতি পারভেজ। শেষ ম্যাচের দলে যোগ করা হয়েছে আরও একজনকে। মুস্তাফিজুর রহমানের চোট শঙ্কায় দলে এসেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নেয় পাকিস্তান। পরে প্রায় মাঝরাতে রাব্বি ও পারভেজকে দলে যোগ করার কথা জানায় বিসিবি। দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে স্পিন মঞ্চে ব্যর্থ ছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। বিশ্বকাপেও হয়নি কোনো উন্নতি। লম্বা সময় ধরে উইকেট না হারিয়ে কাটাতে পারছে না কোনো পাওয়ার প্লে। শনিবার দুই ওপেনার ফিরে যান প্রথম দুই ওভারেই। প্রথম ম্যাচে কোনোমতে ১ রান করা সাইফ দ্বিতীয় ম্যাচে ফেরেন প্রথম বলেই। দুই ম্যাচেই বাজে শট খেলে আউট হন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। উদ্বোধনী জুটিতে আপাতত বাংলাদেশের বাজি হতে পারেন গত যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ। এরই মধ্যে ২০ ওভারের ক্রিকেটে নিজের সামর্থ্য দেখিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে দেশের দ্রুততম সেঞ্চুরির মালিক তিনিই। ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ২৪ ম্যাচে ২৪.৪৭ গড়ে করেছেন ৫৬৩ রান। এক সেঞ্চুরির পাশে ফিফটি দুটি। স্ট্রাইক রেট ১২৩.৭৩। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়েন মুস্তাফিজুর রহমান। পরে বিসিবি জানায়, শরীরের এক পাশে ব্যথা অনুভব করছিলেন তিনি। রোববার তার পরিস্থিতি আবার পরীক্ষা করে বাঁহাতি এই পেসারের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। তার খেলা নিয়ে সংশয়ের কারণেই হয়তো ডাক পেলেন কামরুল। দেশের হয়ে এখনও পর্যন্ত ৭টি টেস্ট খেললেও সাদা বলের ক্রিকেটে এখনও খেলা হয়নি তার। ঘরোয়া টি-টোয়েন্টিতে তার রেকর্ড খারাপ নয়। ৬৮ ম্যাচে ২১.২৭ গড়ে নিয়েছেন ৮০ উইকেট। ওভার প্রতি দিয়েছেন ৮.৩৮ রান করে। গত মে-জুনে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ২৫ উইকেট নিয়ে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। গত নভেম্বর-ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়ে তিনি ছিলেন তৃতীয় সেরা উইকেট শিকারি। আগামী সোমবার মিরপুরে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category