নিজস্ব প্রতিবেদক :
বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে সরকারি কোম্পানিগুলোর শেয়ার দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজারে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। সেজন্য সরকার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগ সক্ষমতা বাড়াবে। তাছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি সরকারি সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের শেয়ার যতো দ্রুত সম্ভব পুঁজিবাজারে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। বাজার সংশ্লিষ্টদের মতে, গত কয়েক মাস ধরে পুঁজিবাজারে সূচকের ধারাবাহিক পতনের পর সরকারি বিভিন্ন উদ্যোগের ফলে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারি ব্যাংকগুলোকে পুঁজিবাজারে আনতে বর্তমানে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বিশ্লেষণ করা হচ্ছে। ব্যাংকগুলোর আর্থিক বিবরণীসহ সাম্প্রতিক বিষয়গুলো খতিয়ে দেখে শেয়ার ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তাছাড়া বাজার চাঙ্গা করতে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, বি-আর পাওয়ার জেন লিমিটেড (বিআরপিএল) এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডকে (জিটিসিএল) বাজারে আনার বিষয়ে কাজ শুরু করা হচ্ছে। শিগগিরই এসব কোম্পানির শেয়ার বাজারে আসবে।
সূত্র জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ডে ব্যাংক ও আর্থিকপ্রিিতষ্ঠানের বিনিয়োগ এক্সপোজার লিমিটের (নির্ধারিত বিনিয়োগ সীমার) বাইরে রাখা না রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানতে বিনিয়োগকারীরা মুখিয়ে রয়েছে। ওই ‘এক্সপোজার লিমেট’ এর ‘গণনা পদ্ধতি’ নির্ধারণের বিষয়টি কোম্পানির শেয়ারের বাজার মূল্যে বিবেচিত হবে, না ক্রয়মূল্যে হবে- তা সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে।
এদিকে এ প্রসঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, পুঁজিবাজার উন্নয়নে ইতিবাচক সব সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে আগামী মাসের মধ্যে রূপালী ব্যাংকের শেয়ার আরো বাড়ানো হবে। তবে আইসিবির বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর ওপর সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে। পুঁজিবাজার উন্নয়নে আরো কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা শিগগিরই গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে।