নিজস্ব প্রতিবেদক :
খুলনায় সোনালী ব্যাংকের ঋণ নিয়ে ১৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় মেসার্স স্টার সি ফুডের এমডি মো. সালাউদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার মহানগর দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। মামলার অপর দুই আসামি হচ্ছেন- সোনালী ব্যাংকের গোডাউন কিপার মো. আবদুল মান্নান হাওলাদার ও সাপোটিং স্টাফ মো. আবদুর রহিম বাবু। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেসার্স স্টার সি ফুড ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সোনালী ব্যাংক থেকে ১৮ কোটি ৫০ লাখ টাকা প্লেজ গোডাউন বাবদ ঋণ নিয়ে ওই টাকা আত্মসাৎ করেন। গোডাউনে থাকা মাছ বিদেশে বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু আসামিরা পরস্পরের যোগসাজশে ওই মাছ খোলা বাজারে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় গত ১১ আগস্ট দুদক কর্মকর্তা শাওন মিয়া বাদী হয়ে মামলা করেন।
সর্বশেষঃ
সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাৎ, ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৯:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- ৫০৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ