• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
  • ই-পেপার

হাইকোর্ট-সিটি করপোরেশন নির্ধারিত হারে বাসা ভাড়া নেওয়ার দাবি

Reporter Name / ৩৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
সরকারি ঘোষণা ছাড়া বাসা ভাড়া বৃদ্ধি না করার দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া ঐক্যজোট। সেই সঙ্গে ব্যাচেলরদের নির্বিঘেœ ভাড়া দেওয়াসহ সিটি করপোরেশন ও হাইকোর্ট ঘোষিত প্রতি স্কয়ার ফিট হিসেবে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই অনুপাতে বাড়ির ভাড়া গ্রহণের দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। ভাড়াটিয়া ঐক্যজোটের নেতারা বলেন, ভাড়াটিয়াদের কাছ থেকে অগ্রিম ১ মাসের বেশি ভাড়া নেওয়া যাবে না। বাসা ভাড়ার টাকা গ্রহণ করার সময় পাকা রশিদ দিতে হবে। বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি বিল পূর্বের মতই বাড়ির মালিককে বহন করতে হবে এবং বাসা ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়া ও বাড়ির মালিক চুক্তিনামা করতে হবে। ব্যাচেলর ছেলে-মেয়েদের বাসা ভাড়া দিতে হবে। আত্মীয়স্বজন বেড়াতে আসলে মেহমান ও ভাড়াটিয়ার সঙ্গে দূরব্যবহার বন্ধ করতে হবে। ভাড়াটিয়াদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া বন্ধ করতে হবে। বক্তারা আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট দ্বারা ভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি, টয়লেট, রুমের পরিবেশ, বাসার সিঁড়ি, বাড়ির সিকিউরিটি গার্ডসহ সবকিছু মানসম্মত আছে কি না তদন্ত করে ভাড়াটিয়াদের সব ধরনের সুযোগ সুবিধা সু-নিশ্চিত করতে হবে। হঠাৎ করে বিনা নোটিশে ভাড়াটিয়াদের বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদ করতে হলে ৩ মাস আগে লিখিত নোটিশ দিতে হবে। ভাড়াটিয়ার আর্থিক পরিস্থিতি খারাপ হলে বিশেষ বিবেচনা করতে হবে এবং ভাড়াটিয়াদের সব সুযোগ সুবিধা বাড়িওয়ালাদের নিশ্চিত করতে হবে। মানববন্ধনে ভাড়াটিয়া ঐক্যজোটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াসউদ্দিন নূরানী, সদস্য সচিব নূরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category