নিজস্ব প্রতিবেদক :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের টাকায় স্বপ্নের পদ্মাসেতু দাঁড়িয়ে যাওয়ায় বিএনপির হিংসা হচ্ছে যা তাদের সহ্য হচ্ছেনা। তাই তারা নানা ধরনের অপপ্রচার করছে। মূলত দেশের ভাল হোক তারা সেটা চায় না। তারা মিথ্যা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্ত। এ সময় মন্ত্রী দেশের মানুষকে এ ধরনের অপপ্রচারে কান না দিতে আহ্বান জানান। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর ও চানপুর আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় মই বেয়ে উঠে প্রকল্পের ঘরের গুণগত মান যাচাই করেন তিনি। এ সময় আইনমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পের অনিয়মে যারা জড়িত তাদের বিরুদ্ধে এরইমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনে গিয়ে আখাউড়া উপজেলায় সাত জায়গায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ১৪২টি ঘরের মধ্যে ৮৮টি ঘর নির্মাণে অনিয়ম পান জেলা প্রশাসক শাহগীর আলম। এ সময় তিনি ইউএনও, এসিল্যান্ড ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ভর্ৎসনা করেন। এরই পরিপ্রেক্ষিতে ২২ মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক প্রজ্ঞাপনে আখাউড়ার ইউএনও রুমানা আক্তারকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে বান্দরবানের থানচি উপজেলায় বদলি করা হয়। তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্প নিয়ে দেশের কোথাও দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষঃ
হিংসা থেকে বিএনপি পদ্মা সেতু নিয়ে অপপ্রচার চালাচ্ছে: আইনমন্ত্রী
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৩:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- ২৯৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ