০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫ | ই-পেপার

২০৪১ সালের মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ৫১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকার ২০৪১ সালের মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এরমধ্যে বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এজন্য সরকারের যা যা করণীয় তাই করছে। প্রতিটি বাহিনীকে দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার এগিয়ে এসেছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, স্বাধীনতাযুদ্ধে তৎকালীন ইপিআর (বর্তমানে আনছার ও গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে কুষ্টিয়ার ব্যাঙগাড়ির মাঠে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছেন তৎকালীন ইপিআরের সদস্য ওয়ালিউল হোসেন। সরকার তাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করেছে। তিনি মেহেরপুরেরই সন্তান। ১০ থেকে ১২ বছর আগে গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা ছিল উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সে সড়কগুলো এখন পাকা করা হয়েছে। এখন কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজেই বাজারজাত করতে পারছেন। এতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও গতি এসেছে। দেশের উন্নয়নকে গতিশীল করতে সরকার আরও ১০৩টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মনছুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন ও পুলিশ সুপার রাফিউল আলম প্রমুখ। শহরের স্টেডিয়ামপাড়ার আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলার আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সমাবেশে অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার: উপদেষ্টা

২০৪১ সালের মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময়ঃ ০৬:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকার ২০৪১ সালের মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এরমধ্যে বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এজন্য সরকারের যা যা করণীয় তাই করছে। প্রতিটি বাহিনীকে দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার এগিয়ে এসেছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, স্বাধীনতাযুদ্ধে তৎকালীন ইপিআর (বর্তমানে আনছার ও গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে কুষ্টিয়ার ব্যাঙগাড়ির মাঠে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছেন তৎকালীন ইপিআরের সদস্য ওয়ালিউল হোসেন। সরকার তাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করেছে। তিনি মেহেরপুরেরই সন্তান। ১০ থেকে ১২ বছর আগে গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা ছিল উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সে সড়কগুলো এখন পাকা করা হয়েছে। এখন কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজেই বাজারজাত করতে পারছেন। এতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও গতি এসেছে। দেশের উন্নয়নকে গতিশীল করতে সরকার আরও ১০৩টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মনছুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন ও পুলিশ সুপার রাফিউল আলম প্রমুখ। শহরের স্টেডিয়ামপাড়ার আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলার আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সমাবেশে অংশ নেন।