নিজস্ব প্রতিবেদক :
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাইন হাইকোর্টে জামিন আবেদন করেছেন। এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হবে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
ফরিদপুরের বহুল আলোচিত শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হোসেন রুবেলনহ আসামিদের বিরুদ্ধে ২০২০ সালের ২৬ জুন সিআইডি দুই হাজার কোটি টাকা পাচারের মামলা করে।
এ মামলায় গত বছরের ২৫ আগস্ট রাতে ফাইনকে গ্রেফতার করে ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
সবশেষে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।