ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | ই-পেপার

অন্য দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কম: আমু

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • / ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
বর্তমান সরকারের সাবেক শিল্পমন্ত্রী এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিশ্বের সব দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সেটা বাংলাদেশের চেয়ে বেশি ছাড়া কম নয়। তূলনামূলকভাবে অন্যান্য দেশের তূলনায় বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কম। আজ সোমবার দুপুরে ঝালকাঠি শহরের ইছানীল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু আরও বলেন, বিএনপি প্রথমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করা নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিল। কিন্তু দেশের মানুষ তাতে সাড়া না দেওয়ায় তাদের আন্দোলন ব্যর্থ হয়। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে। এটা সরকারের সৃষ্ট সমস্যা নয়, এটা আন্তর্জাতিকভাবে সৃষ্টি একটি সমস্যা। সেই সমস্যার বোঝা আমাদের ওপরে পড়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর কামাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অন্য দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কম: আমু

আপডেট সময়ঃ ০৯:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক :
বর্তমান সরকারের সাবেক শিল্পমন্ত্রী এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিশ্বের সব দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সেটা বাংলাদেশের চেয়ে বেশি ছাড়া কম নয়। তূলনামূলকভাবে অন্যান্য দেশের তূলনায় বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কম। আজ সোমবার দুপুরে ঝালকাঠি শহরের ইছানীল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু আরও বলেন, বিএনপি প্রথমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করা নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিল। কিন্তু দেশের মানুষ তাতে সাড়া না দেওয়ায় তাদের আন্দোলন ব্যর্থ হয়। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে। এটা সরকারের সৃষ্ট সমস্যা নয়, এটা আন্তর্জাতিকভাবে সৃষ্টি একটি সমস্যা। সেই সমস্যার বোঝা আমাদের ওপরে পড়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর কামাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।