ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ | ই-পেপার

অর্ধশতাব্দি পরেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ সব শহীদ বুদ্ধিজীবীর আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

এক বাণীতে তারেক রহমান বলেন, ১৪ ডিসেম্বর শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি জাতির বিবেক ও চেতনাকে জাগ্রত করার দিন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বুদ্ধিজীবীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন এবং জাতিকে পথ দেখিয়েছিলেন। তাদের জীবনাদর্শ আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল দেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র। স্বাধীনতার চূড়ান্ত বিজয়কে বাধাগ্রস্ত করতেই বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়, যা আজও জাতির হৃদয়ে গভীর বেদনা জাগায়। তবে তারা যে আদর্শ রেখে গেছেন জ্ঞানচর্চা, মুক্ত চিন্তা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির চেতনা এবং একটি প্রগতিশীল রাষ্ট্র গঠনের স্বপ্ন তা এখনো জাতিকে পথ দেখায়।

তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ছিল একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দি পেরিয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি। বারবার গণতন্ত্র সংকটে পড়েছে, একদলীয় শাসনের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ বাধাগ্রস্ত করা হয়েছে। বহু ত্যাগ ও রক্তক্ষয়ের পরও মতপ্রকাশ, লেখা ও বলার স্বাধীনতা আজও সংকটমুক্ত হয়নি।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর যদি দেশে আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমতের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তবেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবে রূপ পাবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাদের আদর্শকে ধারণ করেই একটি গণতান্ত্রিক, মানবিক ও প্রগতিশীল রাষ্ট্র গঠনের সংগ্রাম এগিয়ে নিতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অর্ধশতাব্দি পরেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি: তারেক রহমান

আপডেট সময়ঃ ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ সব শহীদ বুদ্ধিজীবীর আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

এক বাণীতে তারেক রহমান বলেন, ১৪ ডিসেম্বর শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি জাতির বিবেক ও চেতনাকে জাগ্রত করার দিন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বুদ্ধিজীবীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন এবং জাতিকে পথ দেখিয়েছিলেন। তাদের জীবনাদর্শ আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল দেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র। স্বাধীনতার চূড়ান্ত বিজয়কে বাধাগ্রস্ত করতেই বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়, যা আজও জাতির হৃদয়ে গভীর বেদনা জাগায়। তবে তারা যে আদর্শ রেখে গেছেন জ্ঞানচর্চা, মুক্ত চিন্তা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির চেতনা এবং একটি প্রগতিশীল রাষ্ট্র গঠনের স্বপ্ন তা এখনো জাতিকে পথ দেখায়।

তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ছিল একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দি পেরিয়েও সেই স্বপ্ন পূরণ হয়নি। বারবার গণতন্ত্র সংকটে পড়েছে, একদলীয় শাসনের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ বাধাগ্রস্ত করা হয়েছে। বহু ত্যাগ ও রক্তক্ষয়ের পরও মতপ্রকাশ, লেখা ও বলার স্বাধীনতা আজও সংকটমুক্ত হয়নি।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর যদি দেশে আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমতের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তবেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবে রূপ পাবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাদের আদর্শকে ধারণ করেই একটি গণতান্ত্রিক, মানবিক ও প্রগতিশীল রাষ্ট্র গঠনের সংগ্রাম এগিয়ে নিতে হবে।