ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

আইএমএফের কাছে আর্থিক ও কারিগরি সহায়তা চেয়েছে সরকার

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

দেশের ব্যাংকিং, আয়কর, ভ্যাট, মানিলন্ডারিং প্রতিরোধসহ অর্থনৈতিক অন্যান্য খাতের সংস্কারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, দেশে বিভিন্ন খাতে সংস্কারের কাজ চলমান রয়েছে। এগুলো এগিয়ে নিতে আর্থিক, কারিগরি ও অন্যান্য সহযোগিতা আমাদের প্রয়োজন। এ জন্য শুধু আইএমএফ নয় বিশ্বব্যাংক, এডিবিসহ অন্যান্য ঋণদাতা সংস্থার সঙ্গেও আমরা আলোচনা করছি। তারা আমাদের সংস্কার কাজে আশ্বাস দিয়েছে। তবে সহযেগিতার ক্ষেত্রে যাতে ডুপ্লিকেশন না হয় সে বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর এ বিষয়গুলো আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রতিনিধিদল আমাদের প্রয়োজনের বিষয় জানতে চেয়েছে। তাদের বিস্তারিত জানিয়েছি। তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ অন্যান্য দপ্তরের সঙ্গে আলোচনা করবে। এরপর তারা কী পরিমাণ সহযোগিতা করবে অক্টোবরে তা চূড়ান্ত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইএমএফের কাছে আর্থিক ও কারিগরি সহায়তা চেয়েছে সরকার

আপডেট সময়ঃ ০৩:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

দেশের ব্যাংকিং, আয়কর, ভ্যাট, মানিলন্ডারিং প্রতিরোধসহ অর্থনৈতিক অন্যান্য খাতের সংস্কারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, দেশে বিভিন্ন খাতে সংস্কারের কাজ চলমান রয়েছে। এগুলো এগিয়ে নিতে আর্থিক, কারিগরি ও অন্যান্য সহযোগিতা আমাদের প্রয়োজন। এ জন্য শুধু আইএমএফ নয় বিশ্বব্যাংক, এডিবিসহ অন্যান্য ঋণদাতা সংস্থার সঙ্গেও আমরা আলোচনা করছি। তারা আমাদের সংস্কার কাজে আশ্বাস দিয়েছে। তবে সহযেগিতার ক্ষেত্রে যাতে ডুপ্লিকেশন না হয় সে বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর এ বিষয়গুলো আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রতিনিধিদল আমাদের প্রয়োজনের বিষয় জানতে চেয়েছে। তাদের বিস্তারিত জানিয়েছি। তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ অন্যান্য দপ্তরের সঙ্গে আলোচনা করবে। এরপর তারা কী পরিমাণ সহযোগিতা করবে অক্টোবরে তা চূড়ান্ত হবে।