সর্বশেষঃ
আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০৩:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম আসায় তাকে বরখাস্তের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছে ন্যাশনাল ল’য়ার্স কাউন্সিল।
শনিবার এ আবেদন করে সংগঠনটি।
এর আগে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের তিন আইনজীবী হারুল আলমকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ দেয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করতে বলা হয়েছে। অন্যাথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ দেয়া আইনজীবীরা হলেন-মো. আব্দুস সামাদ, শাহিন হোসেন ও মো. আতিকুর রহমান।
ট্যাগস :



















