আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা নেই: ডিআইজি রেজাউল
- আপডেট সময়ঃ ০১:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘিরে সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আজ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
আইজিপি বলেন, ‘তেমন কোন নিরাপত্তা ঝুঁকি নেই। রাজধানীসহ সারাদেশের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দুষ্কৃতিকারীদের ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।’
এছাড়া, আজ সকালে বাসসের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম বলেন, পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন।
রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রাইবুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক উল্লেখ করে বলেন, পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।
এদিকে রোববার থেকে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।
আজ বেলা ১১টায় রায় ঘোষণায় বসেছে ট্রাইব্যুনাল। এ রায়কে ঘিরে রোববার থেকেই রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।



















