আওয়ামী লীগ পার্বত্য এলাকার শান্তির ধারা অব্যাহত রাখতে কাজ করছে: বীর বাহাদুর উশৈসিং

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :
- আপডেট সময়ঃ ০৫:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪২ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন,বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য শান্তি চুক্তির ফলে পার্বত্য এলাকায় সর্বত্র শান্তি বিরাজ করছে আর বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান রোয়াংছড়ি সড়ক হতে লেমুঝিড়ি পাড়া হয়ে তংপ্রু পাড়া পর্যন্ত ৬ কিঃমিটার সড়ক কার্পেটিং করণ প্রকল্প ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
সড়কটি নির্মানে ১১ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয় হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পৌরসভার মেয়র মোঃ সামশুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াসির আরাফাত,সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ।
ট্যাগস :