আগারগাঁও পাসপোর্ট অফিসে র্যাবের দালালবিরোধী অভিযান

- আপডেট সময়ঃ ০২:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র্যাব-২। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র পাসপোর্ট অফিস ও পার্শ্ববর্তী ব্যাংকের সামনে অবস্থান নিয়ে সাধারণ প্রার্থীদের নানা কৌশলে প্রতারণা করে আসছিল।
তিনি বলেন, চক্রটি ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি বা ভুল দেখানোসহ দ্রুত ভেরিফিকেশন ছাড়াই ৫ থেকে ৬ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখাত। এতে প্রার্থীরা না চাইলে তাদের নানা ভাবে হয়রানি করত।
আসিফ তপু আরও বলেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার এবং মাইকিং করার পরও চক্রটির কার্যক্রম বন্ধ না হওয়ায় র্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় আজ অভিযান চালানো হয়।
র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে দালাল চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।