ঢাকা, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ | ই-পেপার

আজিজ নগর চেয়ারম্যান জসিম অত্যাচারের স্বীকারোক্ত অসহায় রোগীদের

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ১০:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / ১৮৫ বার পড়া হয়েছে

বছর শেষ হতে না হতেই একের পর এলাকার মানুষ নির্যাতনের আলোচনার কেন্দ্রে পরিণত হন বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন আজিজনগর ইউনিয়নের চেয়া্রম্যান জসিম। নানান অপকর্মে জড়িত এই চেয়ারম্যান এর বিরুদ্ধে জেলার আদালত সমূহে নিপীড়নের কয়েকটা মামলা চললেও ক্ষমতার জোরে এ পর্যন্ত হাজতবাস করতে হয়নি তাকে। তাতেই তিনি একের পর এক বেপরোয়া হয়ে উঠেন।

 

এবারে স্বর্ন চুরির অপবাদে মা ও তার শিশু সন্তানকে বেধড়ক পেটালেন আজিজ নগরের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন। এসময় স্থানীয়রা তাদের আত্মচিৎকার শুনে ৯৯৯ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করেন।

 

নির্যাতনের স্বীকার মা ছেলে আজিজ নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সেলিনা আক্তার (২৭) ও তার শিশু সন্তান মোঃ সেলিম ওরফে চুয়াদ (৯)। নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

 

এ ঘটনায় সেলিনা আক্তারের স্বামী ও চুয়াদের পিতা মো:মোরশেদ থানায় লিখিত অভিযোগ করেন। অপরদিকে জসিম চেয়ারম্যানও লামা থানায় চুরির অভিযোগে করেন। শিশুর পিতার নিকট হতে থানা কর্তৃপক্ষ একখা্না সা্দা কাগজে স্বাক্ষর নিয়ে ছেলেকে বাবার হাতে তুলে দেন থা্না কর্তৃপক্ষ।

 

চুয়াদের পিতা মো:মোরশেদ বলেন, জসিম চেয়ারম্যানের স্ত্রী আমাকে ফোন করে গত শনিবার রাতে দেখা করতে বলেন, আমি আর আমার স্ত্রী দেখা করলে আমাদের কে ছেলে স্বর্ন চুরি করার অভিযোগ করে আমাদের তিনজনকে মারধর করেন, মধ্যযুগীয় কায়দায় আমাদেরকে তারা মারধর করেন। গত রবিবারে আমার সম্পত্তি লিখে দিয়ে ছেলেকে নিয়ে যেতে বলেন। আমরা আজ ৯৯৯ ফোন করে ছেলেকে উদ্ধার করি।

 

তিনি আরো বলেন, গত ২ বছর ধরে আমার ছেলেকে পড়ালেখার কথা বলে নিয়ে গিয়ে ঘরের কাজ করতে দেন চেয়ারম্যান, ঘরের কাজ করালেও দুইবছরে আমাদের কোন টাকা দেয়নি।

 

তবে এই ব্যাপারে অভিযুক্ত আজিজ নগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, আমি মারধর করিনি, চুয়াদ আমার বাসা থেকে স্বর্ন চুরি করে লুকিয়ে রাখে, স্বর্ন চুরির দায়ে আমি থানায় অভিযোগ করি।

 

এইদিকে প্রতিবেদক খবর সংগ্রহকালে বিস্তারিত খোজ নিয়ে জানতে পারেন চেয়ারম্যানের বাসায় চেয়ারম্যানের ছেলে ও ছেলের বউ সহ এবং চেয়া্রম্যান স্ত্রী অন্যান্যরা বসবাস করেন। কে বা কাহাদের দ্বারা এই অপরাধ সংঘটিত হতে পারে সঠিক যাচাই বাছাই না করে চেয়ারম্যান গৃহের অভ্যন্তরের কে বা কাহার দ্বারা প্ররোচিত হইয়া উপর্যুপরি মারধর করেন ওই শিশু ও শিশুর মায়ের উপর।

 

তবে ঘটনা প্রসঙ্গে লামা থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

 

প্রসঙ্গত, এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাতেই চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজিজ নগর চেয়ারম্যান জসিম অত্যাচারের স্বীকারোক্ত অসহায় রোগীদের

আপডেট সময়ঃ ১০:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

বছর শেষ হতে না হতেই একের পর এলাকার মানুষ নির্যাতনের আলোচনার কেন্দ্রে পরিণত হন বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন আজিজনগর ইউনিয়নের চেয়া্রম্যান জসিম। নানান অপকর্মে জড়িত এই চেয়ারম্যান এর বিরুদ্ধে জেলার আদালত সমূহে নিপীড়নের কয়েকটা মামলা চললেও ক্ষমতার জোরে এ পর্যন্ত হাজতবাস করতে হয়নি তাকে। তাতেই তিনি একের পর এক বেপরোয়া হয়ে উঠেন।

 

এবারে স্বর্ন চুরির অপবাদে মা ও তার শিশু সন্তানকে বেধড়ক পেটালেন আজিজ নগরের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন। এসময় স্থানীয়রা তাদের আত্মচিৎকার শুনে ৯৯৯ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করেন।

 

নির্যাতনের স্বীকার মা ছেলে আজিজ নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সেলিনা আক্তার (২৭) ও তার শিশু সন্তান মোঃ সেলিম ওরফে চুয়াদ (৯)। নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

 

এ ঘটনায় সেলিনা আক্তারের স্বামী ও চুয়াদের পিতা মো:মোরশেদ থানায় লিখিত অভিযোগ করেন। অপরদিকে জসিম চেয়ারম্যানও লামা থানায় চুরির অভিযোগে করেন। শিশুর পিতার নিকট হতে থানা কর্তৃপক্ষ একখা্না সা্দা কাগজে স্বাক্ষর নিয়ে ছেলেকে বাবার হাতে তুলে দেন থা্না কর্তৃপক্ষ।

 

চুয়াদের পিতা মো:মোরশেদ বলেন, জসিম চেয়ারম্যানের স্ত্রী আমাকে ফোন করে গত শনিবার রাতে দেখা করতে বলেন, আমি আর আমার স্ত্রী দেখা করলে আমাদের কে ছেলে স্বর্ন চুরি করার অভিযোগ করে আমাদের তিনজনকে মারধর করেন, মধ্যযুগীয় কায়দায় আমাদেরকে তারা মারধর করেন। গত রবিবারে আমার সম্পত্তি লিখে দিয়ে ছেলেকে নিয়ে যেতে বলেন। আমরা আজ ৯৯৯ ফোন করে ছেলেকে উদ্ধার করি।

 

তিনি আরো বলেন, গত ২ বছর ধরে আমার ছেলেকে পড়ালেখার কথা বলে নিয়ে গিয়ে ঘরের কাজ করতে দেন চেয়ারম্যান, ঘরের কাজ করালেও দুইবছরে আমাদের কোন টাকা দেয়নি।

 

তবে এই ব্যাপারে অভিযুক্ত আজিজ নগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, আমি মারধর করিনি, চুয়াদ আমার বাসা থেকে স্বর্ন চুরি করে লুকিয়ে রাখে, স্বর্ন চুরির দায়ে আমি থানায় অভিযোগ করি।

 

এইদিকে প্রতিবেদক খবর সংগ্রহকালে বিস্তারিত খোজ নিয়ে জানতে পারেন চেয়ারম্যানের বাসায় চেয়ারম্যানের ছেলে ও ছেলের বউ সহ এবং চেয়া্রম্যান স্ত্রী অন্যান্যরা বসবাস করেন। কে বা কাহাদের দ্বারা এই অপরাধ সংঘটিত হতে পারে সঠিক যাচাই বাছাই না করে চেয়ারম্যান গৃহের অভ্যন্তরের কে বা কাহার দ্বারা প্ররোচিত হইয়া উপর্যুপরি মারধর করেন ওই শিশু ও শিশুর মায়ের উপর।

 

তবে ঘটনা প্রসঙ্গে লামা থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

 

প্রসঙ্গত, এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাতেই চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।