ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচামরার লড়াই

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময়ঃ ০১:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

হংকংয়ের বিপক্ষে সাত উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে হেরে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেছে বাংলাদেশের। মঙ্গলবার আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হবেন লিটন দাসরা। এই ম্যাচে জিতলে বেঁচে থাকবে সুপার ফোরের আশা, হারলে এখানেই শেষ যাত্রা।

অবশ্য ম্যাচ জিতলেও নেট রান রেটের মারপ্যাঁচের সাথে তাকিয়ে থাকতে হবে শ্রীলংকার দিকেও। প্রার্থনা করতে হবে শ্রীলংকাও যেন আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচে জেতে। তবে দুরের ছবিতে এখনই চোখ রাখছে না বাংলাদেশ। আপাতত আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে যাওয়ার প্রথম শর্তটা পূরণ করে রাখতে চান লিটন দাসরা।

সোমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল, সুপার ফোরে যাওয়ার আশা, বিশ্বাস বাংলাদেশ করছে কিনা?

জবাবে সাবেক এই পাকিস্তানি স্পিনার বলেন, ‘অবশ্যই বিশ্বাস রাখতে হবে। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট সবাই সেই বিশ্বাসটাই খেলোয়াড়দের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করছে। কোচ হিসেবে আমরাও মনে করি যে যোগ্যতা আছে বলেই সুপার ফোরে ওঠা সম্ভব। হ্যাঁ, কাজটা কঠিন, অনেক শর্তসাপেক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু এসব নিয়ে ভাবলে হবে না।’

সমীকরণের মারপ্যাঁচের আগে ম্যাচ জেতাতেই মনোযোগ দিতে চান মুশতাক। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য পরের ম্যাচ জেতা। মানসিকভাবে দৃঢ় হলে এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ সেটি সম্ভব। বিশেষ করে স্পিন বিভাগ মাঝের ওভারে ভালো করছে। যদি ওই সময়টা সামলে নিয়ে বোর্ডে ভালো রান তোলা যায়, তাহলে আমাদের বোলিং ইউনিটও ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচামরার লড়াই

আপডেট সময়ঃ ০১:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

হংকংয়ের বিপক্ষে সাত উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে হেরে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেছে বাংলাদেশের। মঙ্গলবার আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হবেন লিটন দাসরা। এই ম্যাচে জিতলে বেঁচে থাকবে সুপার ফোরের আশা, হারলে এখানেই শেষ যাত্রা।

অবশ্য ম্যাচ জিতলেও নেট রান রেটের মারপ্যাঁচের সাথে তাকিয়ে থাকতে হবে শ্রীলংকার দিকেও। প্রার্থনা করতে হবে শ্রীলংকাও যেন আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচে জেতে। তবে দুরের ছবিতে এখনই চোখ রাখছে না বাংলাদেশ। আপাতত আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে যাওয়ার প্রথম শর্তটা পূরণ করে রাখতে চান লিটন দাসরা।

সোমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল, সুপার ফোরে যাওয়ার আশা, বিশ্বাস বাংলাদেশ করছে কিনা?

জবাবে সাবেক এই পাকিস্তানি স্পিনার বলেন, ‘অবশ্যই বিশ্বাস রাখতে হবে। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট সবাই সেই বিশ্বাসটাই খেলোয়াড়দের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করছে। কোচ হিসেবে আমরাও মনে করি যে যোগ্যতা আছে বলেই সুপার ফোরে ওঠা সম্ভব। হ্যাঁ, কাজটা কঠিন, অনেক শর্তসাপেক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু এসব নিয়ে ভাবলে হবে না।’

সমীকরণের মারপ্যাঁচের আগে ম্যাচ জেতাতেই মনোযোগ দিতে চান মুশতাক। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য পরের ম্যাচ জেতা। মানসিকভাবে দৃঢ় হলে এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ সেটি সম্ভব। বিশেষ করে স্পিন বিভাগ মাঝের ওভারে ভালো করছে। যদি ওই সময়টা সামলে নিয়ে বোর্ডে ভালো রান তোলা যায়, তাহলে আমাদের বোলিং ইউনিটও ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে।’