আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো: সালাহউদ্দিন আহমদ
- আপডেট সময়ঃ ০৫:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করবো।
তিনি বলেছেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে। সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে। কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করবো না- যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও জন-আকাঙ্ক্ষাই আমাদের চেতনা। এটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো। আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো। এখানে আমাদের কোনো আপস নেই।’
আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির এই সিনিয়র নেতা সাংবাদিকদের এসব কথা বলেন।
জাতীয় ঐক্যে অটুট থাকার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা মনে করি, নির্বাচনের এ সময়ে যারা বাংলাদেশে নির্বাচন চায় না, নির্বাচনকে যারা একটি গণতন্ত্রের উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধের শক্তি, এ কাজ তাদেরই। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এ বার্তা দিতে চাই, এ জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না।
তিনি বলেন, ‘আমরা সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে অটুট থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে আমরা অর্থবহ করবো, বিশ্বাসযোগ্য করবো।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা-প্রকৃত পক্ষে বাংলাদেশের ওপর হামলা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে ১০ ডিসেম্বর। পরদিনই বাংলাদেশের একজন সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীর ওপর প্রাণ বিনাশী হামলা হয়েছে। এই হামলার ধরণ দেখে বোঝা যায়, হামলাকারী একজন পেশাদার খুনি। হাদি এখন মৃত্যুশয্যায় রয়েছে, আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন, সুস্থতা দেন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করেন, শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণে বিপক্ষে যারা, তারাই এই হামলা ঘটিয়েছে। তবে ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সব দলের নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে, সেই নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি। চট্টগ্রামে গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থীকে গুলি করার ঘটনার পরও আইনশৃঙ্খলায় কঠোর পদক্ষেপ নেয়নি। জড়িতদের আইনের আওতায় আনা গেলে, এ ধরনের ঘটনা আরও ঘটাতে উৎসাহী হতো না। যারা এসব কাজ করছে, তারা নিজেকে নিরাপদ ভাবতে পারলে এ সমস্ত ঘটনা ঘটতে থাকবে।’
সামনে এমন হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এ বিষয়ে সরকারের যেমন দায়িত্ব রয়েছে, রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে।
সেইসঙ্গে জনগণের সচেতনতাও জরুরি। সবার অংশগ্রহণ নিয়ে মোকাবিলা করলে এ ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘তাঁর (তারেক রহমান) নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সরকারকে এ বিষয়ে আহ্বান জানাবো। দলীয়ভাবেও সর্বোচ্চ চেষ্টা চালাবো।’



















