ইন্দোনেশিয়ায় প্রাদেশিক সংসদ ভবনে আগুন দিলো বিক্ষোভকারীরা, নিহত ৩

- আপডেট সময়ঃ ০৩:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
শ্রমজীবীদের কম মজুরি, সংসদ সদস্যদের ভাতা বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নিয়ে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। রাজধানী জাকার্তা থেকে সুলাওয়েসি পর্যন্ত ছড়িয়ে পড়েছে সহিংসতা। এরই মধ্যে সুলাওয়েসি প্রদেশের আঞ্চলিক সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা, যাতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে সুলাওয়েসির রাজধানী মাকাসারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন সংসদ ভবনের ভেতরে আটকা পড়ে মারা গেছেন। বিক্ষোভ শুরু হয় মূলত শ্রমজীবীদের ন্যায্য মজুরি না পাওয়া, সংসদ সদস্যদের ভাতা বৃদ্ধি এবং শিক্ষা বাজেট ও সরকারি স্কুল মিল কর্মসূচি নিয়ে অসন্তোষের কারণে। বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে শত শত মানুষ এসব দাবিতে জড়ো হয়েছিলেন।
শুক্রবারের সহিংসতায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাজধানী জাকার্তায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় একজন বিক্ষোভকারী প্রাণ হারান। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সুলাওয়েসিতে বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়। সরকারি সংবাদ সংস্থা আন্তারার তথ্য অনুযায়ী, নিহত তিনজন সংসদ ভবনের ভেতরে আটকা পড়ে মারা গেছেন। আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দেওয়ার সময় গুরুতর আঘাত পেয়েছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জাকার্তায় বিচ্ছিন্নভাবে লুটপাটের ঘটনা ঘটেছে এবং পরিবহন অবকাঠামোর ক্ষতি হয়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বান্দুং এবং জগজাকার্তা শহরেও। নিরাপত্তাজনিত কারণে রাজধানীর মেট্রোরেল সেবা এবং ট্রান্সজাকার্তা বাস সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পুলিশের গাড়িচাপায় নিহতের ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, “পুলিশ কর্মকর্তাদের অতিরিক্ত অ্যাকশনে আমি হতবাক ও হতাশ।” তথ্যসূত্র : রয়টার্স