ঈদের পর প্রথম কর্মদিবসে ঢিলেঢালা সচিবালয়
- আপডেট সময়ঃ ০৭:০০:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ১৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
টানা ৫ দিনের ঈদের ছুটি শেষে গতকাল সোমবার খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত মঙ্গলবার। আজ থেকে আগের নিয়মে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত। সকালে সচিবালয়ে গিয়ে দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ঢিলেঢালাভাবে চলছে সচিবালয়ে কার্যক্রম। অনেক কর্মকর্তাই আসেননি। সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে বাড়তি ছুটি নিয়েছেন। তারা আরও পরে কাজে যোগ দেবেন। তাছাড়াও নতুন রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে যোগ দিতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনেকেই বঙ্গভবনে গিয়েছেন। একারণে সচিবালয় প্রাঙ্গণ বেশ ফাঁকা। এদিকে সবসময় কর্মব্যস্ত সচিবালয়ে গতকাল ছিলো না দর্শনার্থীদের ভিড়। তাই নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাটাচ্ছেন অলস সময়। যারা এসেছেন তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করছেন, কোলাকুলি করছেন। অনেকেই ছুটি কাটিয়ে সরাসরি গ্রামের বাড়ি থেকে ব্যাগ নিয়েই সচিবালয়ে প্রবেশ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা হায়দার আলী বলেন, ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবস। তাই কিছুটা ঈদের আমেজ বিরাজ করছে। আর সিনিয়র কর্মকর্তা ও মন্ত্রিপরিষদের সদস্যরা গতকাল নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন। তাই সচিবালয় অনেকটাই ফাঁকা রয়েছে। অনেকেই আবার বাড়তি ছুটি নিয়েছেন। সংশ্লিষ্টরা ধারণা করছেন, আগামী রোববার থেকে সচিবালয় ফিরবে তার আপন রূপে। ঈদের আগে গত বুধবার ছিল শবে কদরের সরকারি ছুটি। গত বৃহস্পতিবার ছিল সরকারের নির্বাহী আদেশে ছুটি। এ বছর রোজা ২৯টি হওয়ায় ঈদ উদযাপিত হয়েছে গত শনিবার। সেই হিসাবে ঈদের আগের দিন গত শুক্রবার, ঈদের দিন গত শনিবার ও ঈদের পরের দিন গত রোববার পর্যন্ত ছিল ঈদের ছুটি। ঈদ শনিবার হওয়ায় এ বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা রোজার ঈদের ছুটি ভোগ করেছেন টানা ৫ দিন। উল্লেখ্য, গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন। এর পরের দিন গত মঙ্গলবার এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদালত এবং ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে ছুটির সময়সূচি ঘোষণাসহ আদেশ জারি করে। ২০ এপ্রিল ছুটি থাকায় এবার ঈদে টানা ৫ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।






















