ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

এক ওভারে ১৭ রান দিলেন সাকিব, সিপিএল থেকে বিদায় তার দল

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়ঃ ১২:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এই মৌসুমে শেষ ম্যাচটা খেলে ফেললেন সাকিব আল হাসান। ব্যাট হাতে বাংলাদেশি অল-রাউন্ডার তাণ্ডব চালালেও ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে হেরে তার দল বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। সিপিএলের এলিমিনেটরে নাইটদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

দ্বিতীয়ার্ধেই ৮ গোল, জুভেন্টাস-ডর্টমুন্ড ম্যাচ রোমাঞ্চকর ড্রদ্বিতীয়ার্ধেই ৮ গোল, জুভেন্টাস-ডর্টমুন্ড ম্যাচ রোমাঞ্চকর ড্র
প্রভিডেন্সে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৬ রান তোলে অ্যান্টিগা। ওপেনার আমির জঙ্গুই করেন ৪৯ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৫ রান। তিনে নেমে আন্দ্রিস গুস ৪৫ বলে ৬১ রান করেন। এরপরই দেখা যায় সাকিবের তাণ্ডব। মাত্র ৯ বলে খেলেন ২৬ রানের ইনিংস। হাঁকান ৪টি চার এবং ১টি ছক্কা। এই তিনজন ছাড়া অ্যান্টিগার আর কেউ দুই অংকেই যেতে পারেননি।

এমবাপ্পের জোড়া গোলে ১০ জনের রিয়ালের ঐতিহাসিক জয়এমবাপ্পের জোড়া গোলে ১০ জনের রিয়ালের ঐতিহাসিক জয়
রান তাড়ায় নেমে অ্যালেক্স হেলস আর ত্রিনবাগো অধিনায়ক নিকোলাস পুরান জ্বলে ওঠেন। কলিন মুনর (১৪) আউট হওয়ার পর তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৮৬ বলে অবিচ্ছিন্ন ১৪৩ রানের জুটি। এতে হেলসের অবদান ৪০ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৪ এবং পুরান খেলেন ৫৩ বলে ৩ চার ৮ ছক্কায় ৯০ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কার ওঠে পুরানের হাতেই। বল হাতে সাকিব ৩ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এক ওভারে ১৭ রান দিলেন সাকিব, সিপিএল থেকে বিদায় তার দল

আপডেট সময়ঃ ১২:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এই মৌসুমে শেষ ম্যাচটা খেলে ফেললেন সাকিব আল হাসান। ব্যাট হাতে বাংলাদেশি অল-রাউন্ডার তাণ্ডব চালালেও ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে হেরে তার দল বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। সিপিএলের এলিমিনেটরে নাইটদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

দ্বিতীয়ার্ধেই ৮ গোল, জুভেন্টাস-ডর্টমুন্ড ম্যাচ রোমাঞ্চকর ড্রদ্বিতীয়ার্ধেই ৮ গোল, জুভেন্টাস-ডর্টমুন্ড ম্যাচ রোমাঞ্চকর ড্র
প্রভিডেন্সে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৬ রান তোলে অ্যান্টিগা। ওপেনার আমির জঙ্গুই করেন ৪৯ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৫ রান। তিনে নেমে আন্দ্রিস গুস ৪৫ বলে ৬১ রান করেন। এরপরই দেখা যায় সাকিবের তাণ্ডব। মাত্র ৯ বলে খেলেন ২৬ রানের ইনিংস। হাঁকান ৪টি চার এবং ১টি ছক্কা। এই তিনজন ছাড়া অ্যান্টিগার আর কেউ দুই অংকেই যেতে পারেননি।

এমবাপ্পের জোড়া গোলে ১০ জনের রিয়ালের ঐতিহাসিক জয়এমবাপ্পের জোড়া গোলে ১০ জনের রিয়ালের ঐতিহাসিক জয়
রান তাড়ায় নেমে অ্যালেক্স হেলস আর ত্রিনবাগো অধিনায়ক নিকোলাস পুরান জ্বলে ওঠেন। কলিন মুনর (১৪) আউট হওয়ার পর তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৮৬ বলে অবিচ্ছিন্ন ১৪৩ রানের জুটি। এতে হেলসের অবদান ৪০ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৪ এবং পুরান খেলেন ৫৩ বলে ৩ চার ৮ ছক্কায় ৯০ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কার ওঠে পুরানের হাতেই। বল হাতে সাকিব ৩ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।