১৫০ আসন পাবে এনসিপি, বিএনপি পাবে ৫০-১০০টি: নাসীরুদ্দীন পাটওয়ারী

- আপডেট সময়ঃ ০৭:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৫০টির বেশি আসন পাবে না।
সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। সব জায়গায় জয়ের চেষ্টা করব, কিন্তু বাস্তবিকভাবে বিএনপির জন্য ১৫০ আসনের বেশি জয়ের সম্ভাবনা নেই। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, বিএনপি ৫০–১০০ আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।”
নাসীরুদ্দীন আরও বলেন, “বিএনপি ও জামায়াতের ডাটার ওপর ভিত্তি করে আমাদের ধারণা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ভোটাররা দেবেন। আমাদের হিসেব ও পরিস্থিতি অনুযায়ী বিএনপি এই সীমার মধ্যে থাকতে পারে।”
সংসদে সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে তিনি জানান, “যদি ক্যালকুলেশনে নারীদের সংরক্ষিত আসন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়, তখন সংখ্যাগরিষ্ঠতার হিসাব পরিবর্তিত হতে পারে। তবে প্রাথমিক রেশিও অনুযায়ী আমাদের পর্যবেক্ষণে পরিস্থিতি এভাবেই এসেছে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নাসীরুদ্দীনের এই মন্তব্য নির্বাচনী জল্পনাকে আরও তীব্র করবে।