সর্বশেষঃ
এনসিপি শাপলার বিকল্প না নিলে, ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে: ইসি সচিব
অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০২:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৮৬ বার পড়া হয়েছে
আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীকের বিকল্প বেছে না নিলে ইসি নিজ উদ্যোগে এনসিপির প্রতীক নির্ধারণ করবে। তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই।
আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই।
১৯ অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক নেবেন এবং আমাদের জানাবেন। না হলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন মনে করে, শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই।
এর আগে বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি।
তবে এনসিপি বলছে, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।
ট্যাগস :























