এবার সড়কের জন্য কোথাও যানজট হয়নি: কাদের

- আপডেট সময়ঃ ০৭:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
এবারের ঈদযাত্রায় সড়কের জন্য কোথাও যানজট হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে। একটা রুটে সমস্যা বেশি হয়েছে সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। পদ্মা সেতুর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘেœ বাড়ি যেতে পেরেছেন বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এবছর মানুষ ভালোভাবে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করেছেন। পদ্মা সেতুর কারণে এ যাতায়াত আরো সুন্দর হয়েছে। যতটুকু যানজট হয়ে সড়কের জন্য নয়, ব্যবস্থাপনা ত্রুটির কারণে হয়েছে। ব্যবস্থাপনা ত্রুটি বলতে কী বুঝাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ব্যবস্থাপনা ত্রুটি না থাকলে তো জট হতো না। যেহেতু হয়েছে সুতরাং সড়কতো ঠিক আছে তাহলে হলো কেন? এখানে হাইওয়ে পুলিশ আছে, যদিও তাদের জনবল খুবই কম। জেলা পুলিশ আছে, জেলা প্রশাসক আছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) আর বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (বিকেএমইএ) অনুরোধ করা হয়েছে পার্যায়ক্রমে পোশাকশ্রমিকদের ছুটি দিতে, কিন্তু দেখা গেল শুক্রবার ও শনিবার ছুটি দিয়েছে। এ কারণেও চন্দ্রার দিকে যানজট হয়েছে। মন্ত্রী বলেন, এ ছাড়া বঙ্গবন্ধু সেতুর ওপর ৪৩ বার গাড়ি যান্ত্রিক ত্রুটির কারণে বা দুর্ঘটনা ঘটেছে। পদ্মা সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে গাড়ি চলাচল অব্যাহত রাখা যায়, কিন্তু বঙ্গবন্ধু সেতুতে কোনো দুর্ঘটনা ঘটলে গাড়ি পাশে সরিয়ে যান চলাচল অব্যাহত রাখা যায় না। গাড়ি পুরো সরিয়েই নিতে হয়। এটা একটা কারণ। সরকারের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, কিছুকিছু ক্ষেত্রে সরকারি আদেশ মানা হয়েছিল, আবার কিছুকিছু আদেশ লঙ্ঘন করেও হাইওয়েতে এসেছে মোটরসাইকেল। মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয় এবং ছোট ছোট যানগুলো (তিন চাকার) নিয়ন্ত্রণ করা না হলেই সমস্যার সৃষ্টি হয়। সড়কে মানুষের দুর্ভোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু একসঙ্গে হয় না। যারা সমালোচনা করেন, বড় বড় কথা বলে তাদের একটা কাজ দেখান। যে কাজটা বাংলাদেশের মানুষের এ যে যানবাহন চলাচল সুবিধা করে দিয়েছে। কোথাও তাদের কোনো দৃশ্যমান কিছু নেই। সামনে মেট্রোরেল দেখবেন, কর্ণফুলী টানেল দেখবেন।