ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই : আসিফ আকবর

- আপডেট সময়ঃ ০৬:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার জ্ঞান ফিরেছে, তবে তিনি এখনও আইসিইউতে চিকিৎসাধীন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। রাজনীতির বাইরেও শোবিজ অঙ্গনের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সংগীতশিল্পী আসিফ আকবর শনিবার সকালে ফেসবুকে লেখেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।’
তিনি পোস্টে কারো নাম উল্লেখ না করলেও অনলাইনে চলা আলোচনা ও প্রতিক্রিয়াগুলোতে অনেকেই ধারণা করছেন, তার মন্তব্যের লক্ষ্য ছিলেন সরকারপক্ষের এক আইন উপদেষ্টা। এই ব্যক্তিকে নুরুল হক নুরের ওপর সংঘর্ষ ও হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।
বিভিন্ন মন্তব্যে দেখা গেছে, অনুরাগীরা সরাসরি ওই উপদেষ্টার নাম লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আসিফের স্ট্যাটাসকে সেই ঘটনারই প্রতিফলন হিসেবে দেখছেন। কেউ কেউ আবার লিখেছেন, এই ধরনের মন্তব্য না করলে পরিস্থিতির বাস্তবতা প্রকাশ পেত না।
আসিফের এই পোস্ট প্রকাশের পর তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র সাত ঘণ্টার মধ্যেই এক লাখের বেশি প্রতিক্রিয়া পড়ে এবং ছয় হাজারেরও বেশি মন্তব্য জমা হয়। অনুসারীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিজেদের মতামত দেন, কেউ প্রশংসা করেন, কেউ সমালোচনা করেন, আবার কেউ এই বক্তব্যকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেন।