ওড়িশায় সংঘর্ষের জেরে ৩৬ ঘণ্টার কারফিউ, ইন্টারনেট বন্ধ

- আপডেট সময়ঃ ০২:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
দুর্গাপূজা বিসর্জন ঘিরে টানাপোড়েনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের ওড়িশা রাজ্যের কটক শহর। টানা দুই দিনের সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ কর্মকর্তাসহ বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কারফিউ জারি করেছে এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পুরো শহরে।
শনিবার ভোরে দরগা বাজার এলাকায় দুর্গাপ্রতিমা বিসর্জন শোভাযাত্রার সময় উচ্চ শব্দে বাজনা বাজানো নিয়ে স্থানীয়দের সঙ্গে বচসা বাধে। দ্রুত তা সহিংসতায় রূপ নেয়। ছাদ থেকে পাথর ও কাঁচের বোতল ছোড়ার ঘটনায় কটকের ডিসিপি খিলারি হৃষিকেশ জ্ঞানদেও আহত হন।
পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় এবং এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ও ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে আরও অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং।
রবিবার সন্ধ্যায় উত্তেজনা আবার বাড়ে, যখন প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) মোটরসাইকেল র্যালি বের করে। র্যালির সময় একাধিক দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
গুজব ও উসকানিমূলক বার্তা ছড়ানো ঠেকাতে কটক মিউনিসিপ্যাল কর্পোরেশন, ডেভেলপমেন্ট অথরিটি ও আশপাশের ৪২টি মৌজায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে ২৪ ঘণ্টার জন্য। দরগা বাজারসহ সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।