০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | ই-পেপার

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা এনে বাসচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার থেকে ইয়াবা এনে গ্রেপ্তার হয়েছেন এক বাসচালক। তার নাম মো. রুবেল মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস চালাতেন। গোয়েন্দা পুলিশ বলছে, রুবেল মিয়া যে বাস চালাতেন তার ড্রাইভিং সিটের পেছন থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। এতে নেতৃত্ব দেন গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল। আজ শনিবার তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে এক মাদক কারবারি ঢাকার দিকে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে কমলাপুরে হোটেল স্টার সিটির সামনে অবস্থান নেয় ডিবি পুলিশ। সেখানে বাসটি এসে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক রুবেল পালানোর চেষ্টা করেন। তখন গ্রেপ্তার করা হয় তাকে। পরবর্তীতে রুবেলের দেখানো মতে ড্রাইভিং সিটের পেছন থেকে ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় বাসটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রুবেল জানান, তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিলেন। রুবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল।
অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। গতকাল শনিবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৪৪ বোতল ফেনসিডিলসহ মো. কামরুল হাসান (২৮) ও মো. শামীম আহমেদ (৪২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। এনায়েত কবির আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে। কিছুদিন ধরে তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না: পরিবেশ উপদেষ্টা

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা এনে বাসচালক গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৭:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার থেকে ইয়াবা এনে গ্রেপ্তার হয়েছেন এক বাসচালক। তার নাম মো. রুবেল মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস চালাতেন। গোয়েন্দা পুলিশ বলছে, রুবেল মিয়া যে বাস চালাতেন তার ড্রাইভিং সিটের পেছন থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। এতে নেতৃত্ব দেন গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল। আজ শনিবার তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে এক মাদক কারবারি ঢাকার দিকে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে কমলাপুরে হোটেল স্টার সিটির সামনে অবস্থান নেয় ডিবি পুলিশ। সেখানে বাসটি এসে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক রুবেল পালানোর চেষ্টা করেন। তখন গ্রেপ্তার করা হয় তাকে। পরবর্তীতে রুবেলের দেখানো মতে ড্রাইভিং সিটের পেছন থেকে ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় বাসটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রুবেল জানান, তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিলেন। রুবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল।
অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। গতকাল শনিবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৪৪ বোতল ফেনসিডিলসহ মো. কামরুল হাসান (২৮) ও মো. শামীম আহমেদ (৪২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। এনায়েত কবির আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে। কিছুদিন ধরে তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।