ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | ই-পেপার

কক্সবাজার বিজিবি’র অভিযানে ১৭ লিটার বাংলা মদসহ ৩ জন রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

মোহাম্মদ তৈয়ব উল্লাহ, নাইক্ষ্যংছড়ি, বান্দারবান প্রতিনিধি: বান্দারবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার বাংলা মদসহ ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৬ অক্টোবর প্রতিবার বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪১/১-এস হতে প্রায় ৪ কিলোমিটার ভেতরে আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন

ব্লক-ই, রেজি. ক্যাম্প, সেট-২৯, কুতুপালং মোঃ সোবাহানের পুত্র, নূর মোহাম্মদ (১৮), মৃত জিয়াউল হকের পুত্র
নূরুল আবছার (১৮) ও ক্যাম্প-২ ইস্ট, কুতুপালং শামসুল আলমের পুত্র আক্তার ফারুক (১৮)।

অভিযানে তাদের কাছ থেকে ১৭ লিটার বাংলা মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদক ও অটোরিকশাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অভিযান প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন,

“বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ-এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি), রামু সেক্টর-এর অধীন থেকে দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ এবং চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার বিজিবি’র অভিযানে ১৭ লিটার বাংলা মদসহ ৩ জন রোহিঙ্গা আটক

আপডেট সময়ঃ ০৬:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

মোহাম্মদ তৈয়ব উল্লাহ, নাইক্ষ্যংছড়ি, বান্দারবান প্রতিনিধি: বান্দারবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার বাংলা মদসহ ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৬ অক্টোবর প্রতিবার বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪১/১-এস হতে প্রায় ৪ কিলোমিটার ভেতরে আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন

ব্লক-ই, রেজি. ক্যাম্প, সেট-২৯, কুতুপালং মোঃ সোবাহানের পুত্র, নূর মোহাম্মদ (১৮), মৃত জিয়াউল হকের পুত্র
নূরুল আবছার (১৮) ও ক্যাম্প-২ ইস্ট, কুতুপালং শামসুল আলমের পুত্র আক্তার ফারুক (১৮)।

অভিযানে তাদের কাছ থেকে ১৭ লিটার বাংলা মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদক ও অটোরিকশাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অভিযান প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন,

“বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ-এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি), রামু সেক্টর-এর অধীন থেকে দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ এবং চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব