‘কমপ্লিট শাটডাউন’ চলবে, ঘোষণা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের

- আপডেট সময়ঃ ১০:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
সরকারি ও বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ চলমান রাখার ঘোষণা দিয়েছেন। প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা জানিয়েছেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) কাউন্সিলে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা তাদের দাবি ও কর্মসূচি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে প্রকৌশলী অধিকার আন্দোলনের প্ল্যাটফর্মের সভাপতি মো. ওয়ালি উল্লাহ বলেন, “আমাদের আন্দোলন তিন ধাপে চলছিল। গতকাল সংঘটিত ঘটনার সঠিক সমাধান না হওয়ায় এবং পূর্বে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন না হওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বজায় থাকবে।”
সংবাদ সম্মেলনে প্রদর্শিত ভিডিওতে দেখানো হয়, সরকারি চাকরিতে পদ সংরক্ষণের ক্ষেত্রে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে পার্থক্য বিদ্যমান। অনেক ক্ষেত্রে পদগুলো শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকায় বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ সীমিত। আন্দোলনকারীরা জানিয়েছেন, এই বৈষম্য দূর করতে হবে।
এছাড়া আন্দোলনকারীরা চলতি সপ্তাহে বিভাগীয় সম্মেলন এবং পরবর্তী সপ্তাহে জাতীয় সম্মেলনের আয়োজন করার পরিকল্পনা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, জনদুর্ভোগ এড়াতে এই কর্মসূচি পরিচালনা করা হবে।