কমলাপুরে ঘরমুখো ও ঢাকা ফেরত মানুষের ভিড়

- আপডেট সময়ঃ ০৬:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
ঈদের ছুটি শেষ হলেও এখনো বাড়ি ফিরছেন অনেকেই। স্কুল-কলেজ বন্ধ থাকার পাশাপাশি অনেকে বাড়তি ছুটি পাওয়ার কারণে ঝামেলা এড়িয়ে ঈদের পর গ্রামের বাড়ি যাচ্ছেন। মূলত যারা রাজধানীতে ছিলেন এবং হাতে ছুটি আছে তারাই পরিবার নিয়ে সময় কাটাতে ঈদের পর ঢাকা থেকে বেরিয়ে পড়ছেন। আজ বুধবার সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে গিয়ে ঈদের পঞ্চম দিনে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। ঈদের সময় যানজট, ভোগান্তির কথা চিন্তা করে অনেকেই বাড়ি যাননি। তাদের অনেকেই এখন বাড়ির পথ ধরেছেন। অনেকের আবার স্কুল কলেজ বন্ধ। কেউ কেউ নানা প্রয়োজনে যাচ্ছেন বাড়ি। ঈদ উপলক্ষে বেড়াতে পরিবার নিয়ে দিনাজপুর যাচ্ছেন ফরিদ উদ্দিন শুভ নামের এক শিক্ষার্থী। ঈদ ঢাকায় করেছেন তবে ছুটি থাকায় এ সুযোগে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছেন। সঙ্গে তার বাবা-মাসহ মোট চারজন রয়েছেন। তিনি বলেন, ২৯ এপ্রিল পর্যন্ত কলেজ বন্ধ আছে। তাই অনলাইনে টিকিট কেটে বেড়াতে যাচ্ছি। প্রতিবারই ঈদের পর আমরা বেড়াতে যাই। ঈদের আগে অনেক ভিড় থাকে তাই তখন যাওয়া হয় না। নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছেন আরেকজন, তিনি বলেন, আমার মেয়ে ও মেয়ের জামাই ঢাকায় থাকেন। আমিই একমাত্র বাড়িতে থাকি। ঈদে পরিবার নিয়ে বাড়ি যাওয়ার জটিলতায় তাদের অনুরোধে ঢাকায় চলে আসি। ঈদ শেষে আবার বাড়ি ফিরছি। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় যাবেন আবদুল বারেক। তিনি বলেন, ঈদের সময় টিকিট সংগ্রহ করতে পারিনি। এ ছাড়া যানজটের আশঙ্কায় তখন বাড়িতে যাইনি। আজ যাচ্ছি, বেশ কয়েকদিন বাড়িতে কাটিয়ে ঢাকায় ফিরবো। বাংলাদেশ রেলওয়ে ঢাকার স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন বলেন, গতকাল বুধবারও ৫৪ জোড়া ট্রেন চলাচল করেছে। এদের মধ্যে দুইটি ট্রেন হচ্ছে ঈদ উপলক্ষে স্পেশাল। সকাল ১১ টা পর্যন্ত ঢাকায় ২০টি ট্রেন প্রবেশ করে এবং ছেড়ে গেছে। এর মধ্যে ৬টি লোকাল ট্রেন এবং ১৪টি আন্তঃনগর ট্রেন।
এদিকে ঈদুল ফিতরের পাঁচদিনের ছুটি শেষ হয়েছে গত রোববার। সোমবার থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস শুরু হয়েছে। ছুটি শেষে গত কয়েকদিনের মতো ঈদের পঞ্চম দিনেও নগরীতে ফিরছেন হাজারো মানুষ। কেউ একা, কেউ আবার পরিবার-পরিজন ব্যস্ত নগরীতে ফিরছেন। গতকাল বুধবার সকালে রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। স্টেশনটিতে দেখা যায়, বিভিন্ন গন্তব্য থেকে আসছে ট্রেন। ঈদের ছুটি কাটিয়ে ট্রেনগুলোতে ফিরছেন হাজারো মানুষ। ট্রেনগুলো থামার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্ল্যাটপর্ম। দেখে মনে হয় যেন ঢাকায় ফেরার জন¯্রােত নেমেছে স্টেশনে। এদিন কথা হয় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের যাত্রী মফিজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। পরিবার নিয়ে গ্রামে গিয়েছিলাম ঈদ করতে। ঈদে বাড়তি ছুটি নিয়েছিলাম, আজ তা শেষ হবে। কাল থেকে আবার অফিস করবো। জামাল হোসেন নামের আরেক যাত্রী বলেন, ঈদে গ্রামে গিয়েছিলাম। আজ ফিরলাম। আবার ব্যবসার কাজ শুরু করবো। কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী জহিরুল বলেন, ট্রেনের টিকিট কেটে ঢাকায় ফিরেছি। টিকিট কাটতে কোনো অসুবিধা হয়নি। এবার দাঁড়িয়ে আসার লোক কম ছিল। ট্রেনযাত্রা ভালো হয়েছে এবার। এগারো সিন্ধুর এক্সপ্রেসের যাত্রী মনির হোসেন বলেন, পরিবার নিয়ে ঢাকায় আসলাম। ঈদ করে ফিরলাম কর্মব্যস্ত নগরীতে। এদিকে স্টেশনের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়েই ফিরছে ট্রেনগুলো। ট্রেনে স্বস্তি নিয়েই যাতায়াত করছেন যাত্রীরা।