কানাডার নতুন লিগে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান

- আপডেট সময়ঃ ১০:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আগেই নিয়েছেন সাকিব আল হাসান। সেই অভিজ্ঞতা নিয়েছেন মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ‘গ্লোবাল টি-টোয়েন্টি’ খেলে। এবার দেশটির নতুন আরেক টুর্নামেন্টে যুক্ত হয়েছেন তিনি।
‘কানাডার সুপার সিক্সটি’ টুর্নামেন্টে সেই একই দল মন্ট্রিয়েলের হয়ে খেলবেন সাকিব। দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন জশ ব্রাউন, অ্যান্ড্রু টাই, ইসুরু উদানা, নিক হবসনদের মতো সংক্ষিপ্ত সংস্করণ মাতানো ক্রিকেটারদের।
ছয় দলের নতুন এই টুর্নামেন্টে ইতিমধ্যে বড় বড় তারকারা নাম লিখিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ডেভিড মালান, রহমানউল্লাহ গুরবাজ, কুইন্টন ডি কক, সিকান্দার রাজা, মঈন আলি, রাসি ফন ডার ডুসেন, অ্যালেক্স হেলস, জেসন রয়, ক্রিস লিনদের মতো তারকারা।
টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৮ অক্টোবর। বর্তমানে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন সাকিব। এর আগে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।