ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | ই-পেপার

কুমিল্লায় বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৬:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৬৫ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ি জব্দ করেছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৩০ মিনিটের দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকার বেশি।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ বিশেষ করে মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহ থাকবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

আপডেট সময়ঃ ০৬:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ি জব্দ করেছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৩০ মিনিটের দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকার বেশি।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ বিশেষ করে মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহ থাকবে।’