ক্যানভা, স্ন্যাপচ্যাটসহ বিশ্বে বহু প্ল্যাটফর্মের সেবায় বিপর্যয়

- আপডেট সময়ঃ ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
অ্যামাজনের ক্লাউড পরিষেবা ‘অ্যামাজন ওয়েব সার্ভিসে (এডব্লিউএস)’ ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে অ্যামাজন প্রাইম, পারপ্লেক্সেসিটি, অ্যালেক্সা, স্ন্যাপচ্যাট ও ডুয়োলিঙ্গোর মতো প্ল্যাটফর্মগুলোর সেবা বিঘ্নিত হচ্ছে।
বিশ্বের লক্ষাধিক ওয়েবসাইট ও অ্যাপের অবকাঠামো পরিচালিত হয় এডব্লিউএসের মাধ্যমে। সংস্থাটির রক্ষণাবেক্ষণ সাইটের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, একাধিক পরিষেবায় ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশলীরা তা মেরামতে কাজ করছেন।
আল জাজিরা জানিয়েছে, আরও যেসব প্ল্যাটফর্মগুলোর সেবায় বিঘ্ন ঘটেছে সেগুলোর মধ্যে আছে ক্যানভা, রেডিট, এপিক গেম স্টোর, সিগনাল, ডিজনি প্লাস, নিউ ইয়র্ক টাইমস, আইএমডিবি, পোকেমন গো ও অ্যামাজন মিউজিক।
ডাউন ডিটেক্টরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিশ্বে পাঁচ’শর বেশি কোম্পানির সেবায় বিঘ্ন ঘটছে। এর মধ্যে আছে ব্রিটিশ কর্মাশিয়াল ব্যাংক এবং এর সহপ্রতিষ্ঠান ব্যাংক অব স্কটল্যান্ড ও হ্যালিফ্যাক্স।
এডব্লিউএস-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ত্রুটি মেরামতে বেশ অগ্রগতি হয়েছে। কিছু সেবা কাজ করতে শুরু করেছে।