গুইমারায় তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি ও প্রস্তুতি সভা
- আপডেট সময়ঃ ১২:১৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
 - / ১৩৯ বার পড়া হয়েছে
 
দিদারুল হৃদয়, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারাতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও প্রস্তুতি সভার মধ্যদিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ সূচনা করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বর্ণাঢ্য র্যালি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে গুইমারা উপজেলা অডিটোরিয়ামে এসে প্রস্তুতি সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন,খাদ্য পরিদর্শক গুইমারা খাদ্য গুদাম,এবিএম আতাউল গণি সহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
আব/রনি
																			
																		

























