গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবকের লিঙ্গ কর্তন

- আপডেট সময়ঃ ০২:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাই উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। ধর্ষণের চেষ্টার সময় এক গৃহবধূ আত্মরক্ষার্থে মেজবাউল নামে এক যুবকের পুরুষাঙ্গ কর্তন করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে। অভিযুক্ত মেজবাউল ইসলাম (৪৬)। তিনি ওই গ্রামের আলতাফ আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় রাতে ওই নারী ও তার স্বামী কালাই থানায় গিয়ে পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেজবাউল ইসলাম দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে গৃহবধূ একা থাকার সুযোগে তিনি জোরপূর্বক ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় হঠাৎ ব্লেড হাতে পেয়ে আত্মরক্ষায় গৃহবধূ মেজবাউলের পুরুষাঙ্গ কেটে দেন। আহত অবস্থায় মেজবাউলেন পরিবারের লোকজন বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মেজবাউলের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ভুক্তভোগী গৃহবধূ একে নিছক আত্মরক্ষার ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, উপজেলার পুনট পূর্বপাড়া এলাকায় মেজবাউল নামে এক যুবকের পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছ। ভুক্তভোগী নারী রাতেই থানায় লিখিত অভিযোগ করেছে। এ ঘটনায় গৃহবধূ ও তার স্বামী থানা হেফাজতে আছে। তবে অপর পক্ষ এখনও অভিযোগ করেনি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই একে ‘আত্মরক্ষার পদক্ষেপ’ বলে মনে করছেন, আবার কেউ কেউ বলছে এটি পূর্বপরিকল্পিত ঘটনা হতে পারে।