গ্রাম আদালত সক্রিয় করতে ২৮ মিলিয়ন ডলার দেবে ইইউ

- আপডেট সময়ঃ ০৮:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে গ্রাম আদালত সক্রিয় করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশকে ২৮ দশমিক ৩৭ মিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার নিজ দপ্তরে বাংলাদেশে নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তাজুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে ইইউর বিভিন্ন প্রজেক্ট আছে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। ভিলেজ কোর্ট (গ্রাম আদালত) নিয়ে ইইউ ও ইউরোপের কয়েকটি দেশ আমাদের অর্থায়ন এবং কারিগরি সহায়তা করে। আমাদের কয়েকটি জেলায় এটি পাইলট প্রজেক্ট আকারে চলছিলো। সারাদেশে একসঙ্গে ভিলেজ কোর্ট চালু করতে আমি তাদের (ইইউ) আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করেছিলাম। বাংলাদেশ সরকারও সেটি করবে। শেষ পর্যন্ত ইইউ রাজি হয়েছে। এই প্রকল্পে তারা ২৮ দশমিক ৩৭ মিলিয়ন ডলার দেবে আর ২৫ মিলিয়ন ডলার দেবে বাংলাদেশ সরকার। মন্ত্রী বলেন, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে একটি কোর্ট থাকবে। ভিলেজ কোর্টের আইনও হয়েছে, সেমিনার হয়েছে। গ্রামের ছোট ছোট সমস্যা নিয়ে মামলা মোকাদ্দমা হলে কিংবা কোর্টে গেলে উভয়পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে অনেক সময় ব্যয় হয় এবং কোর্টের ওপরও চাপ পড়ে। এজন্য সেগুলো এ পর্যায়ে নিষ্পত্তি করার জন্য আমরা একসঙ্গে ভিলেজ কোর্ট চালু করবো। লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টের জন্য তাদের অর্থায়ন ছিলো। এখন সেটিও শেষের পথে। এটি মূলত উপকূলীয় এলাকায় সাইক্লোনসহ যেসব দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তারা যাতে মাইগ্রেট না করে অলটারনেটিভ জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে পারে- এ ধরনের কাজের জন্য দ্বিতীয় ধাপে অর্থায়ন করতে সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতসহ কয়েকজন আমার সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছে। উপকূলীয় এলাকায় শুকনো মৌসুমে পানিস্বল্পতা থাকে। তখন বিশুদ্ধ পানির খুব অসুবিধা হয়। সে কারণে এখানে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ দেখা দেয়। এগুলোর জন্য আমি নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গা থেকে টেকনোলজি সংগ্রহ করেছি। স্যালাইন ওয়াটারকে সোলার বিদ্যুতের মাধ্যমে ময়েশ্চার করা হবে। এরপর সেটিকে পানি বানানো হবে। স্কুলগুলোতে যেন পানি দেওয়া যায়, সেজন্য পরীক্ষা-নিরীক্ষা করছি। এটার ভালো রেজাল্ট আমাদের কাছে আছে। আমি তাদের বলেছি, আমরা একটি প্রজেক্ট করতে চাচ্ছি। সেখানে ৫০০ কিংবা এক হাজার কোটি টাকা আপাতত লাগবে। তারা এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তারা নিজেদের মধ্যে আলাপ করে যদি অর্থায়ন করে আমাদের সঙ্গে যুক্ত হয়, তাহলে আমরা কাজটি করবো। টেকনোলজিটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে উপকূলীয় এলাকার স্কুলগুলোতে বাচ্চারা ড্রিংকিং ওয়াটার (বিশুদ্ধ খাবার পানি) পাবে। বিচারবহির্ভূত হত্যাকা-ের বিষয়ে পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখন ভালো অবস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তোষ জানিয়েছে। মন্ত্রী বলেন, আগে বাংলাদেশে সন্ত্রাস ছিল, তাই সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন ছিল। এখন সেটা নেই। এ ব্যাপারে ইইউ সন্তোষ জানিয়েছে। এসময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিদেশি কূটনৈতিকদের মন্তব্যের প্রসঙ্গেও কথা বলেন মো. তাজুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে অন্য কোনও দেশ কথা বলবে- এটা আমরা মোটেও চাই না। পৃথিবীর অনেক দেশেই নির্বাচন নিয়ে প্রশ্ন হয়, আমাদের দেশেও হয়। নির্বাচন সুষ্ঠু এবং প্রশ্নাতীত করার জন্য সরকার নিজেই কাজ করছে। এসময় বিএনপির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, যারা এই দেশটাই চায়নি, তারা এখন নিজেদের দেশের বিষয় নিয়ে বিদেশিদের সঙ্গে কথা বলে। নিজের দেশের বিষয়ে বিদেশিদের সাথে কথা বলার অর্থ দেশকেই ছোট করা, এটা বিএনপির করা উচিত নয়। তাদের কোনও কিছু বলার থাকলে নিজেদের মধ্যেই সেটা নিয়ে আলোচনা করতে পারে, এতে দেশ বড় হয়।