নিজস্ব প্রতিবেদক:
স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় সালেহ মোহাম্মদ রশীদ অলক নামে এক গ্রাহককে মারধর করার অভিযোগে হোটেলটির ম্যানেজারসহ ১১ কর্মীকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। গত রোববার বিকালে রাজধানীর বনানী স্টার কাবাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার। তিনি বলেন, স্টার কাবাবে সালেহ মোহাম্মদ রশীদ অলক নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনের নামে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে। ওসি আরও বলেন, গ্রেপ্তার সবাইকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িত অন্যান্যের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে ভুক্তভোগী সালেহ মোহাম্মদ রশীদ অলক অভিযোগ করেন, গত রোববার দুপুরে তিনি এবং তার এক বন্ধু বনানী স্টার কাবাবে খেতে গিয়েছিলেন। এ সময় তাদের কাচ্চির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়া হয়। পরে তিনি বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তার বন্ধু খাবারে গন্ধ হওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার তাকে বলেন, জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়। একপর্যায়ে অলক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আশপাশের আরও তিন গ্রাহক একই অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কলবেল চেপে সব স্টাফকে জড়ো করেন ম্যানেজার। এ সময় সালেহ অলককে স্টার কাবাবের ১৪ থেকে ১৫ জন মিলে বেধড়ক মারধর করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।
সর্বশেষঃ
গ্রাহকের ওপর হামলা, স্টার কাবাবের ১১ জন গ্রেপ্তার
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- ৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ