চঁপাাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড

- আপডেট সময়ঃ ০৯:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৮২ বার পড়া হয়েছে
আব্দুল্লাহ আল মামুন :
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় মো. সাগর আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। সেই সাথে তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৮জুন) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী এই দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত সাগর চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলী হঠাৎপাড়া গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে। রাষ্ট্রপক্ষের মোঃ নাজমুল আজম বলেন, ২০২১ সালের ২৭ জুলাই ১৫.৩০ ঘটিকায় জেলা সদরের বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া বাজারে মেসার্স আলহামরা ফার্মেসী এর দোকানের সামনে র্যাবের অভিযানে ০২ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন সাগর। এ ঘটনায় ওইদিনই র্যাবের উপপরিদর্শক (এসআই) মোঃ মিথুন ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সুজন খান ২০২১ সালের ২৫শে আগস্ট আদালতে আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক মঙ্গলবার(২৮জুন ২০২২) দুপুরে সাগর আলীকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দ-িত করেন।