চট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থী কারা, একনজরে দেখে নিন
- আপডেট সময়ঃ ০৮:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সারাদেশে ২৩৭ সংসদীয় আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যেখানে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।
এছাড়া চট্টগ্রামের ৬টি আসন বাকি রেখে ১০টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তারা হলেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বাকলিয়া) এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী) আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) এনামুল হক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
প্রার্থী ঘোষণা করা হয়নি যেসব আসনে- চট্টগ্রাম-৩, ৬, ৯, ১১, ১৪, ও ১৫। এসব আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।


















